শেষ হলো ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা

শিক্ষা

জুন ১০, ২০২২ ১:১৬ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শুরু হওয়া এ ভর্তি পরীক্ষা দুপুর সাড়ে ১২টায় শেষ হয়।

পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে গতবারের ন্যায় এবারও ঢাকাসহ মোট আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয় এ ভর্তি পরীক্ষা।

ঢাকার বাইরের কেন্দ্রগুলো ছিল- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), বরিশাল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)।

পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকাল ১১টা ১৫ মিনিটে কার্জন হলের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এবার ‘ক’ ইউনিটে এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আবেদন করেছিলেন মোট এক লাখ ১৫ হাজার ৭১০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন প্রায় ৬৩ জন শিক্ষার্থী।

‘ক’ ইউনিটের পরীক্ষায় এমসিকিউ এবং লিখিত বা বর্ণনামূলক দু’টি অংশে প্রশ্ন ছিল। ভর্তি পরীক্ষার মোট নম্বর ১০০। এর মধ্যে ৬০ নম্বর  বহুনির্বাচনী এবং লিখিত বা বর্ণনামূলকের জন্য৪০ নম্বর। বহুনির্বাচনির সময় বরাদ্দ থাকবে ৪৫ মিনিট এবং লিখিত বা বর্ণনামূলকের জন্যও ৪৫ মিনিট সময় বরাদ্দ ছিল। এমসিকিউ অংশে প্রতি বিষয়ে মোট নম্বর ১৫ করে, আর লিখিত অংশে প্রতি বিষয়ে মোট নম্বর ১০ করে ছিল। এ ক্ষেত্রে প্রতিটি প্রশ্নের মান ২ থেকে ৫-এর মধ্যেই সীমাবদ্ধ ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের অধীনে রয়েছে ১০টি অনুষদ। এগুলো হলো- বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *