শুক্রবার ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

রাজনীতি

অক্টোবর ৩১, ২০২৩ ৯:১৭ অপরাহ্ণ

আগামী শুক্রবার ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন । ঘোষিত মহাসমাবেশ কর্মসূচি সফল করার ঘোষণা দিয়েছে দলটি।

গণমানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করার জন্যে আগামী ৩ নভেম্বর (শুক্রবার) ঢাকার রাজপথে নামার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

তিনি বলেন, সমাবেশে কোনো ধরনের বাধার সৃষ্টি হলে সকল দায়ভার সরকারকেই বহন করতে হবে।

অন্যদিকে আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় খুলনার রূপসা উপজেলার একটি একটি মাদরাসা ময়দানে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ৩ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ যে কোন মূল্যে সফল করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, সরকারকে গণরোষ থেকে বাঁচতে চাইলে ক্ষমতা থেকে পদত্যাগ করে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সরকার বিরোধী দল দমনে মরিয়া হয়ে উঠছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে ইসলামী আন্দোলন ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে রাজধানীর কেরানীগঞ্জের আইএবি মিলনায়তনে ৩ নভেম্বর মহাসমাবেশ সফলে এক যৌথ সভায় এ কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *