শি জিনপিংকে অভিনন্দন জানালেন ভ্লাদিমির পুতিন ও কিম জং উন

শি জিনপিংকে অভিনন্দন জানালেন ভ্লাদিমির পুতিন ও কিম জং উন

আন্তর্জাতিক

অক্টোবর ২৪, ২০২২ ৯:৫৪ পূর্বাহ্ণ

তৃতীয় মেয়াদে ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) নেতা নির্বাচিত হওয়ায় প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

রোববার (২৩ অক্টোবর) এই দুই দেশের নেতা পৃথক বিবৃতিতে শি জিনপিংকে অভিনন্দন জানান।

ক্রেমলিন বলেছে, শি জিনপিংকে পুতিন বলেছেন, তিনি রাশিয়া ও চীনের মধ্যে ব্যাপক অংশীদারত্ব প্রতিষ্ঠার বিষয়টি অব্যাহত রাখার জন্য উন্মুখ হয়ে আছেন।

বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, তিনি দ্বিপাক্ষিক গঠনমূলক সংলাপ অব্যাহত রাখা এবং উভয় দেশের কৌশলগত সহযোগিতা জোরদার করার লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার অপেক্ষায় আছেন। চীনের প্রেসিডেন্ট জিনপিংয়ের মঙ্গল এবং ‘ন‌তুন সাফল্য’ কামনা করেছেন তিনি।

এদিকে, চীনের নেতা নির্বাচিত হওয়ায় শি জিনপিংকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

অভিনন্দন বার্তায় কিম বলেছেন, তিনি উভয় দেশের সম্পর্ক আরো উন্নত করার প্রত্যাশা করছেন।

কিম বলেছেন, নতুন যুগে চীনা ধাঁচের সমাজতান্ত্রিক ধারণার ব্যানারে সিপিসি ২০তম কংগ্রেসে চীনা জাতির মহান সমৃদ্ধির ঐতিহাসিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুগান্তকারী সুযোগ তৈরি করেছে। আমরা সময়ের চাহিদা পূরণ করে উত্তর কোরিয়া-চীনের সম্পর্কের ক্ষেত্রে আরও সুন্দর ভবিষ্যৎ গঠন করব।

উল্লেখ্য, টানা তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট হওয়ার রেকর্ড গড়েছেন শি জিনপিং। একই সঙ্গে পরবর্তী পাঁচ বছরের জন্য ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) শীর্ষ নেতা থাকছেন তিনি। এর মাধ্যমে মাও সে-তুংয়ের পর দেশটির সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন শি জিনপিং।

শনিবার (২৩ অক্টোবর) রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব পিপলসে সিসিপির সম্মেলন (কংগ্রেস) শেষে আগামী পাঁচ বছরের জন্য চীনকে নেতৃত্ব দেওয়ার জন্য শি জিনপিংকে নির্বাচিত করা হয়। এরপর রোববার (২৩ অক্টোবর) সিসিপি কেন্দ্রীয় কমিটির ২০তম অধিবেশনে সাত সদস্যের পলিটব্যুরো স্ট্যান্ডিং (কার্যনির্বাহী) কমিটি ঘোষণা করেন শি, যেখানে তিনি রয়েছেন সাধারণ সম্পাদকের ভূমিকায়।

সূত্র: নিক্কেই এশিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *