শিখরী নটন সম্প্রদায় এর উদ্যোগে পালিত হলো দুই বাংলার সাহিত্য সংস্কৃতি ও নাট্যজন শ্যামল অধিকারী স্মৃতি পদক

দেশজুড়ে

মার্চ ৪, ২০২৩ ৯:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ শিখরী নটন সম্প্রদায় এর উদ্যোগে পালিত হলো দুই বাংলার সাহিত্য সংস্কৃতি ও নাট্যজন শ্যামল অধিকারী স্মৃতি পদক। যশোরের কেশবপুর পাঁজিয়া বই মেলার প্রতিষ্ঠাতা ও শিখরী নটন সম্প্রদায় এর প্রতিষ্ঠাতা পরিচালক নাট্যকার অভিনেতা ও পরিচালক ২০১৯ সালের ১লা মার্চ মারা যান। সেই থেকে প্রতি বছর তার নামে এই নাট্যজন শ্যামল অধিকারী স্মৃতি পদক চালু হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গ ভারত থেকে কবি ও সাংবাদিক শ্রী শংকর ১) বাসুদেব মুখার্জী, কবি, সাহিত্যিক ও গবেষক। ২) আজিজুর রহমান, কবি ও সাহিত্যিক। ৩) শ্রী শংকর, কবি ও সাংবাদিক। ৪) ড.অমৃতলাল বিশ্বাস, কবি ও সাহিত্যিক। ৫) কল্পনা পাল, কবি ও শিক্ষাবিদ। ৬) ড. সৌমিক কর, শিক্ষাবিদ লেখক এবং অধ্যাপক। বাংলাদেশের পাট সচিত্র ড. শেখ মুহ রেজাউল ইসলাম সহ আনেকেই তার স্মৃতি চারন করেন ও নাট্যজন শ্যামল অধিকারী স্মৃতি পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।বর্তমান শিখরী নটন সম্প্রদায় এর মহাসচিব উত্তম অধিকারী বলেন, গুরুকে সম্মান দিলে সবাই তোমাতে সম্মানিত করবেন। এই জন্য আমরা নাট্যজন শ্যামল অধিকারী কে আজীবন সম্মাননা দিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *