শিক্ষা উপকরণের দাম কমানো সহ তিন দফা দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,ময়মনসিংহ জেলা সংসদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দেশজুড়ে

ডিসেম্বর ২৫, ২০২২ ১১:৩৪ পূর্বাহ্ণ

বাহাউদ্দীন শুভ,

শিক্ষা উপকরণের দাম কমানো সহ তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ময়মনসিংহ জেলা ছাত্র ইউনিয়ন। আজ নগরীর ঐতিহ্যবাহী ফিরোজ জাহাঙ্গীর চত্ত্বরে বিকাল চারটার এ সমাবেশে জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক গকুল সূত্রধর মানিক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা ছাত্র ইউনিয়নের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা বাহাউদ্দিন শুভ।বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন দফায় দফায় শিক্ষা উপকরণের দাম বাড়িয়ে শিক্ষাকে কার্যত ধনীক শ্রেনীর করা হচ্ছে।গরীব মধ্যবিত্তের সন্তান যাতে পড়াশুনা না করতে পারে তারই নীলনকশা এটা।বক্তার আরো বলেন,এ সরকার পাকিস্তান আমলের কুখ্যাত শরীফ শিক্ষা কমিশন বাস্তবতা করছে।৬২- শিক্ষা আন্দোলনের অভিজ্ঞতা ছাত্রদের আছে।লৌহমানব আইয়ুবের ধারায় শিক্ষাকে পন্যে রুপান্তরের চেষ্টাকে ছাত্রসমাজ ব্যর্থ করেদিবে বলেও বক্তারা মন্তব্য করেন।সমাবেশে সংহতি জানিয়ে কথা বলেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং ময়মনসিংহ জেলা ক্ষেতমজুর সমিতির সহ সভাপতি শুশান্ত দেবনাথ খোকন,বাংলাদেশ কৃষক সমিতি ময়মনসিংহ জেলা কমিটির সাধারন সম্পাদক মোতাহার হোসেন,সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ময়মনসিংহ নগর কমিটির সংগ্রামী সাধারন সম্পাদক আল আমিন আহম্মেদ জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *