রিয়ালকে একইভাবে দুবার হারানো প্রায় অসম্ভব: গার্দিওলা

রিয়ালকে একইভাবে দুবার হারানো প্রায় অসম্ভব: গার্দিওলা

খেলা

এপ্রিল ১০, ২০২৪ ১০:০৩ পূর্বাহ্ণ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বর্তমান চ্যাম্পিয়নদের আতিথেয়তা দেবে লস ব্ল্যাঙ্কাসরা। তবে ম্যাচটিতে যে কেউই ছেড়ে কথা বলবে না, সেটি অনুমেয়ই।

মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে ঢাকা ছাদের নিচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল ও সিটি। সেবার রিয়ালকে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে বিধ্বস্ত করেছিল সিটিজেনরা।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের ম্যাচে আবারো মুখোমুখি হচ্ছে এই দুদল। প্রতিশোধ তুলে নেয়ার ম্যাচে তাই ঘরের মাঠে বাড়তি সুবিধা আদায় করে নিতে চায় লস ব্লাঙ্কোসরা।

রিয়াল ম্যাচ সামনে রেখে গার্দিওলা বলেছেন, ‘রিয়ালকে একইভাবে দুবার হারানো প্রায় অসম্ভব। তাদের একবার হারানোই অনেক কঠিন। তারা শিক্ষা নেবে এবং প্রতিশোধ নিতে চাইবে।’

গত মৌসুমের ম্যাচের চেয়ে এ ম্যাচ কেন আলাদা, তা ব্যাখ্যা করে গার্দিওলা বলেন, ‘আমাদের নতুন খেলোয়াড় আছে, তাদের নতুন খেলোয়াড় আছে। এটি একেবারে আলাদা একটি ম্যাচ। দ্বিতীয় লেগে আমরা নিজেদের মাঠে খেলব। আমরা নিজেদের শক্তিশালী অনুভব করছি। সেখানে আমরা দারুণভাবে আত্মবিশ্বাসী থাকব।’

এদিকে সিটিজেনদের বিপক্ষে গত মৌসুমে বড় ব্যবধানে হারা নিয়ে কথা বলেছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিও।

সিটির মাঠে বিধ্বস্ত হওয়া সেই ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘সেই ম্যাচে আমাদের সাহস বলতে কিছু ছিল না, কোনো ব্যক্তিত্বই দেখাতে পারিনি। এই ধরনের ম্যাচে সাহস ও ব্যক্তিত্ব হচ্ছে মৌলিক বিষয়। দ্বিতীয় লেগে আমাদের সেটার ঘাটতি ছিল। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে নিজেদের সেরাটা দেওয়া। মানসিক দিকটাও বেশ গুরুত্বপূর্ণ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *