রাজনীতিকে আমি ইবাদত হিসেবে নিয়েছি : শামীম ওসমান

রাজনীতি

নভেম্বর ৩০, ২০২৩ ১২:২১ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের নিকট মনোনয়নপত্র জমা দেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের এই প্রার্থী।

এরপর জেলা নির্বাচন কমিশন চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামীম ওসমান বলেন, অনেকেই রাজনীতিকে ব্যবসা হিসেবে নেন। আমি ব্যবসা নয়, রাজনীতিকে ইবাদত হিসেবে নিয়েছি। ইতোমধ্যে বড় কাজগুলো গুছিয়ে ফেলেছি। ৮০ শতাংশ কাজ শেষ, বাকি ২০ শতাংশ কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ ছয় মাস সময় লাগবে। এবার নির্বাচিত হলে নারায়ণগঞ্জকে নববধূরূপে সাজাতে চাই, যাতে সবাই দেখে বলে, এলাকাটা তো খুব সুন্দর।

তিনি আরও বলেন, আমি যেদিন থাকব না, মানুষ যেন আমার জন্য হাত তুলে দোয়া করে। তবে সবার আগে এবার মাদক বন্ধ করতে চাই। তবে এটি আমার একার পক্ষে সম্ভব নয়। প্রেস ক্লাবসহ সব সাংবাদিকের সহযোগিতা প্রয়োজন। পঞ্চায়েতভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলে সবাইকে সোচ্চার করতে চাই। নির্বাচনে বিএনপির আসা নিয়ে চিন্তিত নন জানিয়ে শামীম ওসমান বলেন, বিএনপি নির্বাচনে আসার চেয়ে ভোটারদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাচ্ছি। তরুণ প্রজন্মের সবাই ভোট দিতে আসবেন, সঙ্গে মুরুব্বিদেরও নিয়ে আসবেন।

শামীম ওসমান ১৯৯৬ সালে প্রথমবারের মতো বিএনপির প্রার্থী কমান্ডার সিরাজুল ইসলামকে পরাজিত করেন। ২০০১ সালের নির্বাচনে অবশ্য বিএনপির মনোনীত প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের কাছে পরাজিত হন তিনি। আইনগত জটিলতায় ২০০৮ সালের নির্বাচনে অংশ নিতে না পারলেও ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন শামীম ওসমান। ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয় অর্জন করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *