রাজকুমারের প্রভাব থাকবে: অপু

দেশজুড়ে

এপ্রিল ৫, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ

ঈদের সিনেমা মুক্তির তালিকা এরই মধ্যে প্রকাশিত হয়েছে। ১২ থেকে ১৩টি সিনেমা এবার মুক্তি দেওয়া হবে। তার মধ্যে সবচেয়ে আলোচিত ও বিগ বাজেটের সিনেমা শাকিব খানের রাজকুমার। সেই সিনেমা নিয়ে কালবেলাকে নিজের আশার কথা শোনালেন অভিনেত্রী অপু বিশ্বাস।

এ অভিনেত্রীর আসন্ন ঈদে নতুন কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। তিনি ব্যস্ত আছেন তার ব্যবসায়িক কার্যক্রম নিয়ে। আশাবাদী ঈদুল আজহায় নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহ মাতাতে আসবেন তিনি।

কালবেলার মুখোমুখি হয়ে অপু বলেন, ‘আমি সিনেমার মানুষ। দেশের সিনেমা এগিয়ে যাওয়ায় আমারও ভূমিকা রয়েছে। ভালো লাগে যখন দেখি সবাই আমাদের দেশের সিনেমার প্রশংসা করছে।’

এরপর এবার ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা নিয়ে কথা বলেন এ নায়িকা। জানালেন, মুক্তির তালিকা আরেকটু ছোট হলে প্রযোজক ও পরিচালকদের জন্য ভালো হতো।

অপু বলেন, ‘এবার ঈদে রাজকুমারের মতো বিগ বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে। নিঃসন্দেহে এই সিনেমাটি মুক্তির অপেক্ষায় থাকা সব সিনেমার ওপর প্রভাব ফেলবে। হলের দিক থেকেও এগিয়ে থাকবে। তাই আমি বলব প্রযোজক ও পরিচালকরা তাদের সিনেমা এভাবে হাড্ডাহাড্ডি করে মুক্তি না দিয়ে গোটা বছর ধরে মুক্তি দিলে হলও পেত, ইন্ডাস্ট্রির জন্যও ভালো হতো। তবে সবার জন্যই শুভকামনা থাকবে।’

এখন পর্যন্ত মুক্তির মিছিলে রয়েছে ১৩টি সিনেমার নাম। এসব সিনেমায় অভিনয় করেছেন দেশের জনপ্রিয় সব তারকা। মুক্তির তালিকায় থাকা সিনেমা—কাজলরেখা, রাজকুমার, মোনা জ্বীন-২, ওমর, এশা মার্ডার, আহারে জীবন, সোনার চর, ডেডবডি, দেয়ালের দেশ, মায়া: দ্য লাভ, লিপস্টিক, মেঘনা কন্যা ও গ্রীন কার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *