যে নতুন দুই মাইলফলকের সামনে মেসি

যে নতুন দুই মাইলফলকের সামনে মেসি

খেলা

এপ্রিল ৩, ২০২৩ ৯:৫৩ পূর্বাহ্ণ

লিওনেল মেসি ও রেকর্ড যেন একে অপরের পরিপূরক। ক্যারিয়ারের শুরু থেকেই নতুন নতুন রেকর্ড নিজের নামে করে নিয়েছেন তিনি। ক্লাব, আন্তর্জাতিক ম্যাচ কিংবা বিশ্বমঞ্চে সব জায়গাতেই দাপটের সঙ্গে ফুটবল খেলে যাচ্ছেন এ আর্জেন্টাইন মহাতারকা।

সম্প্রতি ঘরের মাঠে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেমে হ্যাটট্রিকের পাশাপাশি জাতীয় দলের জার্সিতে ১০০ গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। প্রীতি ম্যাচ শেষে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মাইনের (পিএসজি) ডেরায় যোগ দিয়েছেন এ কিংবদন্তি।

রোববার (২ এপ্রিল) ১২টা ৪৫ মিনিটে লিঁওর বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এ ম্যাচের আগে দুই মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন মেসি।

লিঁওর বিপক্ষে লিগে এবারের মৌসুমে ২৯তম ম্যাচ খেলতে নামছে পিএসজি। এটি হবে মেসির লিগ ওয়ান ক্যারিয়ারের ৫০তম ম্যাচ। সব মিলিয়ে মেসির সামনে ১৬৩তম ফুটবলার হিসেবে এ মাইলফলক স্পর্শ করার সুযোগ।

এর আগে পিএসজির জার্সিতে এ কীর্তি গড়েছেন কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়র। এখন পর্যন্ত এমবাপ্পে ১৩৯টি ও নেইমার ১১২টি লিগ ওয়ানের ম্যাচ খেলেছেন।

লিঁওর বিপক্ষে মাঠে নামার আগে ১৯ সদস্যের দল ঘোষণা করেছেন পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের। এ দলে সুযোগ হয়েছে মেসিরও। এতে নিশ্চিতভাবেই বলা যায়, লিঁওর বিপক্ষেই লিগ ওয়ানে ৫০ ম্যাচের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন তিনি।

তবে শুধু ম্যাচের মাইলফলকই নয়, মেসি দাঁড়িয়ে রয়েছেন গোল-অ্যাসিস্টের মাইলফলকের সামনেও। ২০২১ সালে পিএসজিতে পাড়ি জমানোর পর লিগে এখন পর্যন্ত ৪৭টি গোল-অ্যাসিস্ট করেছেন তিনি। এর মধ্যে ১৯ গোলের পাশাপাশি মেসি করেছেন ২৮টি অ্যাসিস্ট। লিঁওর বিপক্ষে ৩টি গোল-অ্যাসিস্ট করতে পারলেই ৫০ গোল-অ্যাসিস্ট হবে তার।

পিএসজির স্কোয়াড: জিয়ানলুইজি ডোন্নারুম্মা, আশরাফ হাকিমি, মার্কুইনহোস, মার্কো ভেরাত্তি, কিলিয়ান এমবাপ্পে, ফ্যাবিয়ান রুইজ, হুয়ান বার্নাট, দানিলো পেরেইরা, সার্জিও রিকো, ভিতিনহা, রেনাতো সানচেজ, নুনো মেন্ডেস, টিমোথি হোয়াইট, লিওনেল মেসি, এল চাদাইল, জাইরে-এমেরি, ইসমাঈল ঘারবি, হুগো একিতেকে ও আলেকজান্ডার লেটেলিয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *