যে কারণে ডলারের দাম আরো বাড়লো

অর্থনীতি স্লাইড

জুলাই ২৫, ২০২২ ১০:৪১ পূর্বাহ্ণ

দেশে খোলাবাজারে ডলারের দাম আরো বেড়েছে। মূলত খোলাবাজারে ডলার সংকট তীব্র হওয়ায় মূল্যবৃদ্ধি পায়।

ব্যবসায়ীরা জানান, ঈদের আগে ও পরে বাজারে ডলারের সরবরাহ ও চাহিদা ভালো ছিল। তবে এখন খোলাবাজারে ডলার সংকট এবং চাহিদা বেশি। ফলে বেশি দামে ডলার বিক্রি হচ্ছে।

রোববারও চড়া দামে ডলার বিক্রি হয়েছে। ঢাকার মানি চেঞ্জার ও খোলাবাজারে প্রতি মার্কিন ডলার ১০৩ টাকা থেকে ১০৪ টাকায় লেনদেন হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে ডলারের দাম ৯৪ টাকা ৪৫ পয়সা।

ঈদের আগে ও পরে খোলাবাজারে প্রতি মার্কিন ডলার ১০০ থেকে ১০২ টাকায় কেনাবেচা হয়, যা রোববার ১০৩ টাকা ছাড়িয়ে গেল।

এক ডলার ব্যবসায়ী বলেন, ডলারের দাম ওঠানামা করছে। সকালে প্রতি মার্কিন ডলার ১০১ টাকায় বিক্রি করলেও বিকেলে তা বেড়ে দাঁড়ায় ১০৩ টাকা। তাই ডলার কিনে রাখা ঝুঁকি হয়ে যাচ্ছে। যেকোনো সময় কমে যেতে পারে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই প্রতি মার্কিন ডলার ১০২ টাকা থেকে ১০২ টাকা ৫০ পয়সায় বিক্রি হয়েছে। আমদানি পণ্যের দাম বৃদ্ধিতে ব্যাংকিং চ্যানেলেও ডলারের দাম বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *