যেসব লক্ষণে বোঝা যাবে শিশুর হেপাটাইটিস

স্বাস্থ্য

মে ৩০, ২০২২ ৯:২২ পূর্বাহ্ণ

করোনা মহামারি পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই সম্প্রতি নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে মাঙ্কিপক্স। এর মধ্যেই এবার বিশ্বের ৩৩টি দেশে শনাক্ত হয়েছে ‘অজানা’ হেপাটাইটিস। এ পর্যন্ত ৬৩০ শিশুর দেহে এ রোগ ধরা পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রোগটি আসলেই হেপাটাইটিস কি না, তা নিশ্চিত হতে গবেষণা চলছে বলেও জানায় সংস্থাটি।

গুরুতর ও তীব্র এ ভাইরাসকে কখনো ‘অ্যাকিউট হেপাটাইটিস’, আবার কখনো ‘অজানা হেপাটাইটিস’ বলে ডাকা হচ্ছে। এটি মূলত লিভারের প্রদাহ, যা ধীরে ধীরে লিভারকে অচল করে দিতে পারে। গত ২৩ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম ‘অজানা হেপাটাইটিস’ রোগের কথা জানায়।

সম্প্রতি ‘লন্ডন হেলথ সিকিউরিটি এজেন্সি’র তথ্যানুসারে ১০ বছরের কম বয়সী প্রায় ২২২ জন হেপাটাইটিস আক্রান্ত শিশুর খোঁজ পাওয়া গেছে। এখন পর্যন্ত আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ১৭ জনের যকৃৎ প্রতিস্থাপনের প্রয়োজন পড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সুরক্ষিত রাখতে হেপাটাইটিসের পূর্বলক্ষণগুলো সম্পর্কে অবগত থাকা প্রয়োজন।

শিশুদের মধ্যে যেসব লক্ষণ দেখে চিনবেন হেপাটাইটিস

১. চোখ বা ত্বকের সাদা অংশ হলদে হয়ে যাওয়া।
২. গাঢ় হলুদ রঙের প্রস্রাব হওয়া।
৩. পেশিতে এবং গাঁটে ব্যথা।
৪. সবসময় ক্লান্ত লাগা।
৫. খিদে না পাওয়া।
৬. পেটে ব্যথা করা।

শিশুদের মধ্যে এসব উপসর্গ বা এর কয়েকটি উপসর্গও যদি দেখা দেয়, তাহলে অতি দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা জরুরি। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ শিশুকে খাওয়ানো যাবে না। প্রাথমিকভাবে বেশি বেশি তরলজাতীয় খাবার ও পানি খাওয়াতে পারেন।

পেট খুব বেশি ব্যথা করলে ঝাল-মসলাদার খাবার খাওয়ানো যাবে না এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সূত্র: আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *