মেসির বি-২০১ রুমটি জাদুঘর বানাচ্ছে কাতার বিশ্ববিদ্যালয়

মেসির বি-২০১ রুমটি জাদুঘর বানাচ্ছে কাতার বিশ্ববিদ্যালয়

খেলা স্লাইড

ডিসেম্বর ২৮, ২০২২ ১০:৩৮ পূর্বাহ্ণ

এবারের কাতার বিশ্বকাপে মেসি ও আর্জেন্টিনার অর্জনের পেছনে প্রতিটি পরিশ্রমের সাক্ষী কাতার বিশ্ববিদ্যালয়।

৩৬ বছর পর আলবিসেলেস্তেরা ইতহাস তৈরি করে বিশ্বকাপ জেতায় বিশেষ উদ্যোগ নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি।

বিশ্বসেরা এই ফুটবলারকে তার জীবনের সেরা মুহূর্ত উপহার দিয়েছে কাতার বিশ্বকাপ। আর সেই সঙ্গে মেসির সম্মানে যেই রুমে মেসি থেকেছেন, সেই  বি-২০১ নম্বর রুমটিকে ছোট এক খন্ড জাদুঘরে পরিণত করতে যাচ্ছে তারা।

বিশ্বকাপের জন্য এখানেই ঘাঁটি বেধেছিল আর্জেন্টিনা। ২৯ দিন জায়গাটিকে আপন মনে করেই থাকেন মেসিরা। কাতার বিশ্ববিদ্যালয়ও তাদের জন্য সুযোগ সুবিধার কোনো কমতি রাখেনি।

আর্জেন্টিনার জন্য তিনটি স্পোর্টস কমপ্লেক্স খোলা রাখে তারা। যেখানে আউটডোর অনুশীলনের পাশাপাশি ইনডোরে জিম করার সুবিধাও পান মেসিরা।

আর্জেন্টিনা ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফ-সহ বাকিদের থাকতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য ঢেলে সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রাবাস।

এই গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করতে দুই মাস আগে সব ছাত্র-ছাত্রীদের এখান থেকে সরিয়েও নেওয়া হয়েছিল।

কাতার বিশ্ববিদ্যালয়ের প্রকাশ করা নতুন এক ভিডিওতে দেখা যায়, পুরো ক্যাম্পাসকে নীল-সাদা রংয়ে সাজানো হয়েছে এবং হলগুলো বিশ্বচ্যাম্পিয়নদের পোস্টার, অটোগ্রাফ ও জার্সিতে পরিপূর্ণ।

বর্তমান বিশ্ব সেরা এই ফুটবলারের স্মৃতিকে ধরে রাখতে এর চেয়ে বেশি সম্মানের আর কি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *