মেট্রোরেল নিয়ে কিছু কথা, যা সবারই জানা প্রয়োজন

মেট্রোরেল নিয়ে কিছু কথা, যা সবারই জানা প্রয়োজন

ফিচার স্পেশাল

জানুয়ারি ২৬, ২০২৪ ১০:৩৩ পূর্বাহ্ণ

মেট্রোরেল নিয়ে কিছু বিষয় রয়েছে, যা সবারই জানা প্রয়োজন! চলুন এক নজরে সেগুলো দেখে নেই-

প্রথমত, যাদের র‌্যাপিড পাস নেই, তারা লাইন ধরে টিকেট কেটে, এ সময়ে যে গন্তব্যে যাবেন সেই প্ল্যাটফর্ম নম্বর ডিসপ্লেতে দেখে নেবেন। অন্যথায় আপনার প্ল্যাটফর্ম ১ থেকে ২ এ যেতে আবার নামতে হবে এবং ট্রেন মিস করে ফেলবেন!

*প্রথম স্টেশন মতিঝল থামে, তা সর্বোচ্চ ৩০ সেকেন্ডের ভেতর ছেড়ে দেয় এবং প্রতি স্টেশনে ৭-১৮ সেকেন্ডের বেশি অপেক্ষা করে না!

*ট্রেনের গেটের বাইরে হলুদ দাগ এর পেছেনে দাঁড়ানো বাধ্যতামুলক!

তাই এই মেট্রোরেলে যদি আপনি ঝামেলামুক্ত এবং শান্তিতে চলতে চান, তাহলে অবশ্যই এই এমারটি পাস ৫০০ টাকা দিয়ে কিনে ফেলুন! যার মধ্যে ৩০০ টাকা ব্যবহার করা যাবে।

এই কার্ডের অনেক সুবিধা রয়েছে-

>> প্রতি যাতায়াতে ১০ শতাংশ ভাড়া কম।

>> কার্ডের মেয়াদ ১০ বছর।

>> ঝামেলা ছাড়া ডিরেক্ট আলাদা লেন ব্যবহার করতে পারবেন, এতে ধাক্কাধাক্কি করে গেট পাছ করা লাগে না।

এসব মিলিয়ে এই কার্ড কী পরিমাণ টাইম সেভিং করবে, সেটা ব্যবহার করলেই বুঝা যাবে।

এই কার্ডের কিছু শর্ত রয়েছে। আপনি কার্ড দিয়ে পাস করার পর যদি ট্রেনে না উঠে ঘোরাঘুরি করেন, তাহলে ৫০ মিনিটের বেশি আপনাকে অটো জরিমানা করা হবে। এই বিষয় আরো বিস্তারিত লেখা আছে স্টেশনের দেয়ালে।

আর আপনার প্রতিটা পদক্ষেপ তাদের সিসি টিভিতে পর্যবেক্ষণ করা হয়, তাই যেখানে-সেখানে ময়লা ফেলা কিংবা অন্য কোনো উল্টোপাল্টা কাজ করলে, তা রেকর্ড এ থাকবে, যা পরবর্তীতে আপনার সমস্যা হয়ে দাঁড়াবে।

আমরা সবাই আমাদের এই অসাধারণ সম্পদকে রক্ষা করতে পারলে হাজার হাজার মানুষের অনেক উপকার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *