ভোলায় কারখানা হলে সার আমদানি করতে হবে না: শিল্পমন্ত্রী
জাতীয় স্লাইড

জানুয়ারি ২৬, ২০২৪ ১০:৩০ পূর্বাহ্ণ

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ভোলায় পর্যান্ত গ্যাস মজুত আছে। ভোলার গ্যাসের ওপর নির্ভর করে সার কারখানা হলে দেশের কৃষিখাতের জন্য ভালো হবে। আমাদের আর বিদেশ থেকে সার আমদানি করতে হবে না।

বৃহস্পতিবার ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় সার কারখানার সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, ভোলায় সার কারখানা স্থাপনের বিষয়ে পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে পদক্ষেপ নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন- ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *