মেটার মুনাফা কমে অর্ধেকে নেমেছে

মেটার মুনাফা কমে অর্ধেকে নেমেছে

বিজ্ঞান ও প্রযুক্তি

অক্টোবর ৩০, ২০২২ ১০:০৭ পূর্বাহ্ণ

সোশাল মিডিয়া জায়ান্ট মেটা চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মুনাফা করেছে ৪৪০ কোটি ডলার। টাকার এই অংকটা গত বছরের একই সময়ের তুলনায় অর্ধেকেরও কম।

বিশ্ব বাজারে চলতি অর্থনৈতিক মন্দার শঙ্কায় মেটার বিজ্ঞাপনী ব্যবসাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উঠে এসেছে মার্কিন সংবাদমাধ্যমটির প্রতিবেদনে।

সিএনএন জানিয়েছে, মেটার কাছ থেকে এর চেয়ে বেশি মুনাফার প্রত্যাশা করেছিলেন বিশ্ব অর্থনীতি নিয়ে শঙ্কিত বাজার বিশ্লেষকরাও। এ পরিস্থিতিতে ২০২৩ সাল শুরু হওয়ার আগেই খরচ কমানোর লক্ষ্যে ‘বড় পরিবর্তন’ আনার সতর্কবার্তা দিয়েছে মার্ক জাকারবার্গের কোম্পানি।

পাবলিক লিমিডেট কোম্পানি হিসেবে শেয়ার বাজারে অভিষেকের পর এই নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো প্রান্তিকে আয় কমল মেটার। জুন মাসে শেষ হওয়া দ্বিতীয় প্রান্তিকে প্রথমবারের মতো আয় কমার খবর দিয়েছিল কোম্পানিটি।

সেপ্টেম্বর মাসে শেষ হওয়া প্রান্তিকে কোম্পানির আয় হয়েছে দুই হাজার ৭৭০ কোটি ডলার, যা আগের বছরের চেয়ে ৪ শতাংশ কম বলে উঠে এসেছে বুধবার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *