মাস্ক পরে অনুশীলনে টাইগাররা

মাস্ক পরে অনুশীলনে টাইগাররা

খেলা

নভেম্বর ৫, ২০২৩ ১২:৫৯ অপরাহ্ণ

ভারতের রাজধানী দিল্লির বায়ু দূষণ অসহনীয় মাত্রায় পৌঁছেছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় দিল্লি শহরের প্রাথমিক বিদ্যালয় দুই দিন বন্ধ রাখা হয়েছে। সেই দূষণের কবলে পড়েছে চলমান বিশ্বকাপে হারের বৃত্তে ঘুরপাক খাওয়া বাংলাদেশের ওপর।

বায়ু দূষণের কারণে শুক্রবার অনুশীলন করতে পারেনি টাইগাররা। তবে শনিবার মাস্ক পরেই দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে সাকিবদের অনুশীলন করতে দেখা গেছে।

এদিন টাইগার দলপতি সাকিব, পেসার হাসান মাহমুদ, শরিফুল ইসলামরা অনুশীলনে হাজির ছিলেন মাস্ক পরে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, স্পিন বোলিং কোচ রঙ্গণা হেরাথের মুখও ছিল মাস্কে ঢাকা।

চলতি বিশ্বকাপে শর্ট বলে কুপোকাত হচ্ছেন সাকিব। তাই আজ তিনি শর্ট বলে নিজের দুর্বলতা কাটি ওঠার বিষয়ে কোচের সাথে কাজ করেছেন।

রান খরায় ভোগা আরেক ব্যাটার নাজমুল হোসেন শান্তকেও দেখা গেছে সাধ্যমতো ঝালাই করে নিতে। ৭ ম্যাচের দুইটাতেই শান্ত ডাক মেরেছেন। আর চারটাতে উল্লেখযোগ্য কোনো রানই করতে পারেননি। কেবল আফগানিস্তানের বিপক্ষে তিনি অর্ধশতকের দেখা পেয়েছিলেন।

দলীয় অনুশীলনে যোগ দেননি পেসার মুস্তাফিজুর রহমান ও ওপেনার লিটন দাস। অন্যদিকে বায়ু দূষণে নাকাল হয়ে শ্রীলংকা শনিবারের অনুশীলন বাতিল করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *