মন্ত্রিসভার প্রথম বৈঠকে যে অঙ্গীকার করলেন শাহবাজ

আন্তর্জাতিক স্লাইড

এপ্রিল ২১, ২০২২ ১১:৩৯ পূর্বাহ্ণ

ফেডারেল মন্ত্রিসভা দেশে বেকারত্ব ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করবে আশ্বাস দিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বুধবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এসব কথা বলেন। খবর জিও নিউজের।

এর আগে মঙ্গলবার পাকিস্তানে ৩৭ জন মন্ত্রী শপথ নিয়েছেন। এর পর বুধবার তাদের সঙ্গে বৈঠকে বসেছেন শাহবাজ শরিফ। সেখানে মন্ত্রীরা দেশের অর্থনৈতিক পরিস্থিতি, জ্বালানি এবং আইনশৃঙ্খলা নিয়ে বিবৃতি দেন।

বৈঠক শেষে ইমরান খানের সরকারকে গদি থেকে সরানোর জন্য মন্ত্রীদের স্বাগত জানান শাহবাজ শরিফ। তিনি বলেন, বর্তমান মন্ত্রিসভার সদ্যসরা দক্ষ, তারা অতীতে অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমি আপনাদের (মন্ত্রিপরিষদের সদস্যদের) এই দায়িত্ব দেওয়ার জন্য (জোট দলকে) নেতৃত্বকে ধন্যবাদ জানাতে চাই।

শাহবাজ জানান, আমাদের দারিদ্র্য, বেকারত্ব ও মুদ্রাস্ফীতির মতো চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করতে হবে কারণ আগের সরকার দুর্দশার বিরুদ্ধে লড়াইয়ে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *