ভাষা সবার জন্য প্রশান্তির হোক

ফিচার

ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১২:৫৭ অপরাহ্ণ

তানজিনা আক্তার ইলহাম শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ভাষার মাস! কথাটা শুনলেই মনে শান্তির অনুভূতি শুরু হয়। বায়ান্নর এ মাসেই তো দামাল ভাইয়েরা নিজের বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছিল। ভাষার জন্য পৃথিবীর আর কোথাও হয়নি এমন রক্তক্ষয়ী সংগ্রাম। অথচ আমরা এখনো আমাদের যথাযথ মর্যাদা দিতে পারিনি। ভাষা আন্দোলনের প্রধান দাবি ছিল – সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন করা। অথচ এই প্রধান দাবিটাই আজও প্রচলন হয়নি। বর্তমানে হিন্দি ও ইংরেজি মিশ্রণে বাংলা ভাষার অবাধ বিকৃতি হচ্ছে। তরুণ প্রজন্ম আধুনিকতার নামে শেকড়কে আগ্রাহ্য করছে, জাতি হিসেবে এর চেয়ে লজ্জাজনক ব্যাপার আর কি হতে পারে! বাংলা ভাষা আমাদের ঐতিহ্য, গর্ব। এই ঐতিহ্য সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। কেবল ফেব্রুয়ারিতেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলে হবে না, তাদের আত্নত্যাগকে শ্রদ্ধা জানাতে সারাবছরই শুদ্ধ বাংলা ভাষা চর্চা করতে হবে। চিঠি – আমন্ত্রণপত্র, ক্ষুদে বার্তাসহ সর্ব ক্ষেত্রে বাংলা ভাষার প্রয়োগ করতে হবে।দেশের বিভিন্ন অংশে বাংলা ভাষার ভিন্নতা রয়েছে, মূলত এই আঞ্চলিকতাই আমাদের বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে।অথচ এই আঞ্চলিক ভাষাকে বর্তমানে উপেক্ষা করা হয়। সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে দেখা হয়। কথা বলতে হীনমন্যতায় ভুগে। যা সত্যিই দুঃখজনক। আমাদের আঞ্চলিক ভাষা ব্যবহার বৃদ্ধি করতে হবে। আমাদের এই বৈচিত্র্যকে টিকিয়ে রাখতে হবে। তরুণ প্রজন্মকে একুশের চেতনায় নিজেদের গড়ে তুলতে হবে। আদিবাসীদের জন্য তাদের মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ প্রচলন করতে হবে। এই মাসে আমাদের শপথ হোক আমরা ভাষা ব্যবহারে সচেতন হইবো।কারো প্রতি আমাদের ভাষা আক্রমনাত্বক না হোক, কাউকে কটু কথা বলা না হোক। যে মধুর ভাষাকে বুকের তাজা রক্ত ঢেলে প্রতিষ্ঠিত করা হয়েছে সে ভাষা সবার জন্য প্রশান্তির হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *