ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ শুরুর প্রস্তাব

খেলা

অক্টোবর ৪, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ণ

২০০৮ সালে মুম্বাইয়ে জঙ্গি হামলার পর থেকে আর দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত-পাকিস্তান। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপের মতো প্রতিযোগিতায় মুখোমুখি হলেও একে অপরের দেশে গিয়ে খেলেনি তারা। কয়েকদিন আগে বিশ্বকাপ খেলতে ভারতে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। এই পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি চেয়ারম্যান জাকা আশরফ বলেন, ‘পাকিস্তানের মতো ভারতেও ক্রিকেট সবচেয়ে বেশি জনপ্রিয়। আমরা ভারতকে বারবার বলেছি, ভারত-পাকিস্তানের চেয়ে বড় ম্যাচ ক্রিকেটে নেই। সে অ্যাশেজই হোক বা অন্য কোনো সিরিজ। তাই আমার মতে, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হওয়া উচিত।’

তিনি বলেন, ‘আমি বিসিসিআইকে দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব দিচ্ছি। মহাত্মা গান্ধী ও মোহাম্মদ আলি জিন্নাহর নামে গান্ধী-জিন্নাহ সিরিজ নাম দেওয়া হোক। প্রতি বছরই এই সিরিজ হোক। একবার ভারতে খেলা হবে। একবার পাকিস্তানে। ভারতের উচিত এই প্রস্তাব ভেবে দেখা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *