ভারতই বিশ্বকাপ জিততে চলেছে: শোয়েব আখতার

ভারতই বিশ্বকাপ জিততে চলেছে: শোয়েব আখতার

খেলা

অক্টোবর ২৭, ২০২৩ ৯:৫০ পূর্বাহ্ণ

দুর্দান্ত ভারতই বিশ্বকাপ জিততে চলেছে। এ ভবিষ্যদ্বাণী করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার।

বিশ্বকাপের রাউন্ড রবিন লিগ পর্বে এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলে সবটিতে জয় পেয়েছে ভারত। টানা সাফল্যে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রোহিত শর্মারা। শতভাগ জয়ে সেমিফাইনালের পথটা সুগম করে রেখেছে স্কাই ব্লুরা।

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেন, ভারতের বিশ্বকাপ না জেতার কোনো কারণ দেখি না।

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারায় ভারত। কিউইদের দেওয়া ২৭৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২ ওভার হাতে রেখে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। দলের জয়ে মুখ্য ভূমিকা পালন করেন বিরাট কোহলি। ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফিনিশারের ভূমিকা পালন করেন তিনি।

এর আগে বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও চাপের মধ্যে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন কিং কোহলি। শোয়েব আখতার বলেন, চাপের মধ্যে আরও ভালো খেলেন কোহলি।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, সে এমন একজন ব্যাটার, যে চাপের মধ্যে খেলে আরও ভালো করে। ওর কাছে চাপ মানে শতকের সুযোগ, দলকে জেতানোর সুযোগ। এরপর ইনস্টাগ্রামে অনুসারীদের প্রশংসায় ভাসান। আসলে এসব ওর প্রাপ্য।

নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২৩ বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচটি খেলেন মোহাম্মদ শামি। একাদশে সুযোগ পেয়েই অনন্য পারফরম্যান্সে ম্যাচসেরা হন ভারতীয় পেসার। ৫৪ রানের খরচায় নেন পাঁচ উইকেট।

শামিকে নিয়ে শোয়েব বলেন, সে একটু বেশি রান দিয়ে ফেলেছে কিন্তু ৫ উইকেট নিয়েছে মানে সব ঠিক আছে। নিউজিল্যান্ডের সংগ্রহ যে ৩০০ থেকে ৩৫০ হয়নি, তাতে ওর অবদান অনেক। সে ওর প্রতিভার জানান দিয়েছে। ভারতের এই বোলিং লাইনআপ নিয়েই খেলতে নামা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *