বেলকুচি উপজেলায় সুতা ও কাপড়ের গোডাউনে আগুন

দেশজুড়ে

জানুয়ারি ৬, ২০২৪ ১:০০ অপরাহ্ণ

মোঃ জাহিদুল হক আজিম,বেলকুচি,সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ বেলকুচি পৌর ৬ নং ওয়ার্ড এলাকায়
চন্দনগাতী সাহা পাড়া গ্রামে শ্রী নরেশ শাহার বাড়ির সুতা ও কাপড়ের গোডাউনে অগ্নিকান্ডর ঘটনা ঘটেছে। শুক্রবার ৫ জানুয়ারী রাত আনুমান ৮টায়  অগ্নিকান্ডর ঘটনা ঘটে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে না পাড়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি টিম দু’ঘণ্টা চেষ্টায় ও স্থানীয়দের সহযোগিতা আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিরাজগঞ্জ জেলার ফায়ার সার্ভিস ইউনিটের উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, আমরা রাত ৮:১০ মিনিটে  ফোন পেয়ে ৮ঃ২০ মিনিটের ভিতরে ঘটনাস্থলে উপস্থিত হই। তারপর আমাদের দুইটা ফায়ার টিমের প্রচেষ্টা এবং গ্রামবাসীর সহযোগিতায় আমরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম  হই। ফায়ার সার্ভিস ইউনিটির উপসহকারী পরিচালক আব্দুল মান্নানের কাছে আগুন লাগার এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,  এটা শর্ট সার্কিট হতে পারে কারণ ফ্যাক্টরি বন্ধ ছিল আর এখানে আগুন লাগানোর মত আমরা কোন আলামত পাইনি। আগুনে কতো টাকার ক্ষতি হয়েছে এ বিষয়ে শ্রী নরেশ শাহার বাড়ির লোকজনের কাছে জানতে চাইলে বাড়ির লোকজন জানান, এটা আমাদের ব্যবসার গুদাম ঘর, এখানে কাপড়, তেনা, নরদ, সুতা, কম্পিউটার ইত্যাদি সহ ব্যবসায়ের যাবতীয় কাঁচামাল এই ঘরে রাখা হতো। কতো টাকার মালামাল ক্ষয় ক্ষতি হয়েছে এখনো বলতে পারছিনা, তবে আনুমানিক ধারণা করা যাচ্ছে ১০ থেকে লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কিয়া,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার,এবং বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *