বিশ্বের সেরা বিমানবন্দর এখন কাতারে

বিশ্বের সেরা বিমানবন্দর এখন কাতারে

আন্তর্জাতিক স্পেশাল

এপ্রিল ১৯, ২০২৪ ৭:৩৩ পূর্বাহ্ণ

বিশ্বের সেরা বিমানবন্দরের তকমা এখন আর সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের নেই। এই জায়গা দখল করে নিয়েছে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর।

চলতি বছরের স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডসের তালিকায় সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের অবস্থান এখন দ্বিতীয়। এর আগে ১২ বার তালিকার শীর্ষ স্থানে ছিল এই বিমানবন্দরটি। অন্যদিকে গতবার হামাদ বিমানবন্দরের অবস্থান ছিল দ্বিতীয়।

স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডের তালিকায় এশিয়ার আরেক বিমানবন্দর দক্ষিণ কোরিয়ার সিউল ইনচিউন রয়েছে তৃতীয় অবস্থানে। একইসঙ্গে এটি বিশ্বের সবচেয়ে পরিবারবান্ধব বিমানবন্দরের খেতাব পেয়েছে।

চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে টোকিওর হানেদা ও নারিতা বিমানবন্দর। তবে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবন্দর তালিকার শীর্ষ অবস্থানে জায়গা পায়নি।

যদিও এক্ষেত্রে ইউরোপের অবস্থান আগের মতোই শক্তিশালী রয়েছে। শীর্ষ দশের মধ্যে রয়েছে প্যারিসের চার্লস ডি গল, মিউনিখ, জুরিখ ও ইস্তাম্বুল বিমানবন্দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *