বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র

বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র

জাতীয় স্লাইড

ডিসেম্বর ১, ২০২৩ ১২:০০ অপরাহ্ণ

বিশ্বে সবচেয়ে বেশি গ্রিনহাউজ গ্যাস নির্গমনকারী দেশ চীন। এর পরই যুক্তরাষ্ট্রের অবস্থান। ২০২১ সালে চীন ১৪.৩০ বিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড নির্গমন করেছে। পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ক্লাইমেট ওয়াচ।

যুক্তরাষ্ট্রের গ্রিনহাউস গ্যাস নির্গমনের ব্যাপারে ক্লাইমেট ওয়াচ জানিয়েছে, ২০২১ সালে দেশটি ৬.২৮ বিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড নির্গমন করেছে। এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (ইপিএ) জানায়, যুক্তরাষ্ট্রে গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য সবচেয়ে বেশি দায়ী পরিবহণ খাত।

২০২১ সালে পরিবহন খাত থেকে মোট পরিমাণের ২৮ শতাংশ গ্রিনহাউজ গ্যাস নির্গমন হয়। আর এক-চতুর্থাংশ গ্যাস নির্গমন হয় যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ উৎপাদনের কারণে। অন্যদিকে, শিল্প খাত থেকে কার্বন গ্যাস নির্গত হয় ২৩ শতাংশ, বাণিজ্যিক ও আবাসিক খাত এই পরিমাণ ১৩ শতাংশ। আর কৃষি খাত থেকে নির্গত হয় ১০ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *