বিশ্ববাজারে টানা দুইদিন কমলো সোনার দাম

বিশ্ববাজারে টানা দুইদিন কমলো সোনার দাম

আন্তর্জাতিক স্লাইড

জুলাই ২৩, ২০২৩ ৮:২২ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে ডলার শক্তিশালী হওয়ায় সোনার দরপতন ঘটেছে। এ নিয়ে বিশ্ববাজারে টানা দুইদিন কমলো সোনার দাম।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে বৈঠকে বসবে ফেডারেল রিজার্ভ (ফেড)। এর আগে সতর্ক অবস্থানে রয়েছেন বিনিয়োগকারীরা। ফলে আপাতত সোনায় বিনিয়োগ কমিয়েছেন তারা। এতেই নিম্নমুখী হয়েছে গুরুত্বপূর্ণ এ ধাতুর দর।

শুক্রবার স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক সোনার মূল্য কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯৬০ ডলার ৩৬ সেন্টে। আগের কার্যদিবসে যা ছিল ১৯৬৯ ডলার।

একই কর্মদিবসে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক সোনার সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৯৬২ ডলার ২০ সেন্টে। আগের দিন যা ছিল ১৯৭২ ডলার ১০ সেন্ট।

এরই মধ্যে ডলার সূচক শূন্য দশমিক ২ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে। গত ১ সপ্তাহের মধ্যে যা সর্বোচ্চ। এতে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে সোনা কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে।

আরজেও ফিউচার্সের সিনিয়র মার্কেট অ্যানালিস্ট ড্যানিয়েল প্যাভিলোনিস বলেন, আমরা সুদের হারের সিদ্ধান্তের আগে সোনার বাজারে শীতল পরিবেশে দেখতে পাচ্ছি।

সূত্র: নাসডাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *