বিশ্বকাপ ফুটবলের মধ্যেই লিটন-রোহিতদের ক্রিকেট রোমাঞ্চ

খেলা

ডিসেম্বর ৪, ২০২২ ১০:০২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

বিশ্বকাপ ফুটবলের মধ্যে যখন ক্রিকেট ঢুকে পড়ে, তখন খেলাটাকে মনে হয় আগন্তুক! ‘গ্রেটেস্ট শো অন আর্থ’–এর তুলনায় ক্রিকেটের বিশ্বকাপকেও যেখানে পাড়ায় পাড়ায় খেলা মনে হয়, তখন একটা দ্বিপক্ষীয় সিরিজ তো ভাইয়ে ভাইয়ে খেলার মতো! যেন ব্যাপারটা এমন, ‘সবাই তো ফুটবল নিয়ে ব্যস্ত, আয় আমরা ক্রিকেট খেলি…।’ সেই খেলার উত্তাপ দুই দলের ক্রিকেটারদের ছাড়িয়ে বাইরের আবহ কমই গরম করতে পারে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বাংলাদেশ-ভারত সিরিজ শুরু হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে আসার পর বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সিরিজ, যে সিরিজের তিনটি ওয়ানডের তাৎপর্য শুধুই এই সিরিজে সীমাবদ্ধ থাকলেও দুই টেস্টের সিরিজটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বিশ্বকাপ ফুটবলের আবহে খেলা হচ্ছে বলেই দুই দলের খেলোয়াড়দের মধ্য একটা অবধারিত মিল থাকতে পারে এবার—ভাগাভাগি হয়ে তাঁরা সবাই নিশ্চয়ই মেসি, রোনালদো অথবা নেইমারের ভক্ত। নিজেদের খেলার অবসরে ক্রিকেটাররা যে ব্রাজিল-আর্জেন্টিনা তর্কে মেতে উঠবেন না, সেটাই–বা কে বলতে পারে!

সংগৃহিতঃ প্রথম আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *