বিশ্বকাপ জেতায় কপাল খুলছে আর্জেন্টিনার

বিশ্বকাপ জেতায় কপাল খুলছে আর্জেন্টিনার

আন্তর্জাতিক স্লাইড

ডিসেম্বর ২১, ২০২২ ১০:০৫ পূর্বাহ্ণ

লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। অর্থনৈতিক দিক থেকে তেমন শক্তিশালী নয় দেশটি। তবে ফিফা ফুটবল বিশ্বকাপ জেতায় আর্জেন্টিনার অর্থনৈতিক দৈন্যদশা কাটার সম্ভাবনা বেড়েছে। কাপ জেতায় ফ্রান্সের চেয়ে বেশি অর্থনৈতিকভাবে লাভবান হবে আর্জেন্টিনা।

ইতিহাসের রেকর্ড গবেষণা করে তেমনি পূর্বাভাস দিয়েছেন ম্যাক্রো মেলো নামের একজন গবেষক।

যুক্তরাজ্যের ইউনির্ভাসিটি অব সারের একটি গবেষণা পত্রে ম্যাক্রো মেলো বলেন, ফুটবল বিশ্ব চ্যাম্পিয়ন দেশ টুর্নামেন্টের অর্ধেকে থাকায় ২৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি উপভোগ করবে।

মেলো তার সাক্ষাৎকারে বলেন, বিশ্বকাপ জেতায় আন্তর্জাতিকভাবে দৃষ্টি আকর্ষণ করেছে আর্জেন্টিনা। তাই তাদের রফতানি আয় বাড়বে।

তার গবেষণা প্রদর্শন করে যে, ২০০২ সালে বিশ্বকাপ জেতার পর ব্রাজিলের রফতানি ধুম করে বেড়ে যায়।

মেলো চিন্তা করছেন যে, এ বছর আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল ম্যাচ বিশ্বের অর্ধেক মানুষ দেখেছে। তবে ফ্রান্সের চেয়ে আর্জেন্টিনা তার অর্থনীতি বাড়াতে বেশি সুযোগ পাবে। তবে যদি দুটি দেশের মধ্যে একটি উপকারভোগী হওয়ার সুযোগ থাকে তবে ব্রাজিলের মতো আর্জেন্টিনা হবে, ফ্রান্স নয়। ফান্স রানার্স আপ হাওয়ায় সবার দৃষ্টি সেভাবে আকর্ষণ করতে পারেনি।

সূত্র- ব্লুমবার্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *