বিশ্বকাপে গোল্ডেন ডাকে শান্তর রেকর্ড

বিশ্বকাপে গোল্ডেন ডাকে শান্তর রেকর্ড

খেলা

অক্টোবর ২৫, ২০২৩ ১১:৪৫ পূর্বাহ্ণ

চলমান ওয়ানডে বিশ্বকাপের ২৩তম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। দুই দলেরই এটি ছিল পঞ্চম ম্যাচ। যেখানে টাইগারদের বড় ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা। এমন ম্যাচে লজ্জার রেকর্ড গড়েছেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত।

দলীয় রান ৩০ থেকে ৩১ করতে, মাত্র আট বলেই তিন উইকেট হারায় টাইগাররা। থিতু হতে হতেই ফেরেন ওপেনার তানজিদ তামিম। আগের ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা নাজমুল হোসেন শান্ত প্রথম বলটাও ঠিকঠাক খেলতে পারেননি। সাকিব আল হাসানও খোঁচা দিয়ে কিপারকে ক্যাচ দিয়েছেন।

গোল্ডেন ডাক মারা শান্ত এদিন ভিন্ন রকম এক রেকর্ড গড়েছেন। বিশ্বকাপের এক আসরে টপ অর্ডারে (১-৩ নম্বর) ব্যাটিং করে একাধিকবার প্রথম বলেই ০ (শূন্য) রানে আউট হয়ে যাওয়া চতুর্থ ব্যাটসম্যান হয়েছেন তিনি।

এর আগে শ্রীলঙ্কার রমেশ কালুভিতারানা (১৯৯৬), ইংল্যান্ডের জনি বেয়ারস্টো (২০১৯) ও নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (২০১৯) এই অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছিলেন। নামগুলো যাদের, প্রত্যেকেই বিখ্যাত। এখান থেকে অন্তত সান্ত্বনা খুঁজে পেতে পারেন শান্ত!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *