বিদেশি বিনিয়োগে বিদ্যুৎ বিভাগের ৩৬ প্রকল্প বাস্তবায়ন: সংসদে প্রতিমন্ত্রী

বিদেশি বিনিয়োগে বিদ্যুৎ বিভাগের ৩৬ প্রকল্প বাস্তবায়ন: সংসদে প্রতিমন্ত্রী

জাতীয় স্লাইড

অক্টোবর ২৭, ২০২৩ ৯:০৫ পূর্বাহ্ণ

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদেশি বিনিয়োগে ৩৬টি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এজন্য এক লাখ ২১ হাজার ৬৭৫ কোটি টাকা ব্যয় হচ্ছে।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী এডিবি ১৭ হাজার ১৬ কোটি ৭৭ লাখ, বিশ্বব্যাংকের ৯ হাজার ৩৬৭ কোটি ৪৪ লাখ, কেএফডব্লিউ দুই হাজার ৫৬৭ কোটি ৪২ লাখ, চায়না এক্সিম ব্যাংক ২০ হাজার ৪২ কোটি ৮৪ লাখ, এএফডি এক হাজার ২ কোটি ৪২ লাখ, এলওসি- ইন্ডিয়া ১৫ হাজার ৫৪৩ কোটি ১৫ লাখ, জাইকা ৪৮ হাজার ৪৩৯ কোটি ৭৩ লাখ, এআইআইবি ৫ হাজার ৪৪৭ কোটি ৬২ লাখ, ব্যাংক অব চায়না ৫৬ কোটি ১০ লাখ, এইচএসবিসি ব্যাংক ২৬১ কোটি এবং এসএমবিসি এক হাজার ৪২২ কোটি ৩৪ লাখ টাকা বিনিয়োগ করেছে।

বিদ্যুতের চাহিদা: কাজিম উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদার মধ্যে আবাসিক খাতে ৫৫ শতাংশ, বাণিজ্যিক খাতে ১১ শতাংশ ও শিল্প খাতে ২৭ শতাংশ।

গ্যাস কূপ: আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ২০১৯ সাল থেকে সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত দেশে মোট ৬টি গ্যাস কূপের সন্ধান পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *