বাণিজ্যমন্ত্রী

বাজার নিয়ন্ত্রণে কাজ করছে ভোক্তা অধিদফতর: বাণিজ্যমন্ত্রী

জাতীয়

অক্টোবর ৭, ২০২৩ ৯:২৯ পূর্বাহ্ণ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আলু, পেঁয়াজ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মাঠে কাজ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একই সঙ্গে অধিদফতরের মাধ্যমে বেধে দেওয়া নির্ধারিত দাম কার্যকর করার চেষ্টা চলছে। তবে নতুন করে সেসব পণ্যের দাম আর বাড়েনি।

শুক্রবার বিকেলে রংপুরে তিন দিনের সফরে এসে নগরীর লেকসিটি পার্ক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি ব্যয় বাড়ার সঙ্গে আমাদের রফতানি আয় শতকরা ১০ ভাগ বেড়েছে। আমাদের রফতানি যথেষ্ট ভাল রয়েছে। শুধু গত মাসে আমাদের রেমিট্যান্স একটু কম এসেছে। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক আছে।

তিনি বলেন, আমাদের পাটকে এন্টি ডাম্পিং করা হয়েছে। পাটের যে দাম হওয়া উচিত ভারত তার চেয়ে কম দামে পাট রফতানি করে আমাদের বাজার নষ্ট করেছে। আমরা সেই বাজার ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এরপর তিনি নিজ নির্বাচনী এলাকা রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনের আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *