বাঙালি খাবারে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে আপ্যায়ন

বাঙালি খাবারে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে আপ্যায়ন

জাতীয় স্লাইড

সেপ্টেম্বর ১১, ২০২৩ ৯:০৩ পূর্বাহ্ণ

ইলিশ মাছ, কাচ্চি বিরিয়ানি, আমড়ার জুস, রসগোল্লা ও পিঠাসহ নানা আয়োজনে ঢাকায় সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে আপ্যায়ন করা হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফ্রান্সের প্রেসিডেন্টের সম্মানে এ রাষ্ট্রীয় ভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই আয়োজনে অ্যাপিটাইজার হিসেবে ছিল পেঁয়াজো, সমুচার সঙ্গে স্মোকড ইলিশ, স্যুপ, ব্রেড অ্যান্ড বাটার।

মেইন কোর্সে ছিল খাসির মাংসের কাচ্চি বিরিয়ানি, গরুর মাংসের শিক কাবাব, চিকেন কোরমা, রোস্টেড লবস্টার, টক অবার্গিন, ট্র্যাডিশনাল লুচি ব্রেড।

ডেজার্ট হিসেবে ছিল পাটিসাপটা পিঠা, মিষ্টি দই, রসগোল্লা ও বিভিন্ন ধরনের ফল। বেভারেজ হিসেবে ছিল তাজা ফলের জুস, আমড়ার জুস, চা, কফি ও কোমল পানীয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশে দ্বিপক্ষীয় সফরে রোববার সন্ধ্যায় রাজধানী ঢাকায় পৌঁছান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *