বাউফলে সংখ্যালঘু নারীকে বের করে দিল পুলিশ

দেশজুড়ে

অক্টোবর ২২, ২০২২ ৯:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: 

পটুয়াখালীর বাউফল থানা থেকে রাতে এক নারীকে মারপিঠের ভয় দেখিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশের উপপরিদর্শকের বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে বিচারপ্রার্থী জোসনা রানী (৫০) নামের মধ্য বয়সী ওই নারীর সাথে বাউফল থানায় ওই ঘটনা ঘটেছে। জানা গেছে, জগবন্ধু কুলুর সাথে প্রতিবেশি গৌতম কুলুর (৫৫) সাথে দীর্ঘদিন থেকে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে।

ঘটনার দিন শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় পূর্ব বি)রোধের জের ধরে বসত ভিটার দক্ষিন পাশে গৌতম কুলু, গকুল কুলু ও জোৎসনা রানীর উপর হামলা করে

জগবন্ধু কুলু, জয় কুলু ও উত্তম কুলু। ঘটনার পরে মুমূর্ষ অবস্থায় গৌতম কুলু ও গকুল কুলুকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই সময় জরুরী বিভাগের ডাক্তার শামিমা আক্তার তরণ তাদের উন্নত চিকিৎস্যার ন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাত ১১টার দিকে অসুস্থ্ স্বামী ও পুত্রকে হাসপাতালে ভর্তি রেখে বাউফল থানায় অভিযোগ নিয়ে আসেন জোৎসা রানী। কিন্তু ডিউটি অফিসার আশিকুর রহমানের কাছে যেতে চাইলে উপ পুলিশ পরিদর্শক প্রসেনজিৎ তার কাছে টাকা দাবী করে এবং চাহিদানুযায়ী টাকা দিতে পারবেনা বলায় অভিযোগ পত্রটি হাত থেকে জব্দ করে মারপিঠের
ভয় দেখিয়ে থানা থেকে বের করে দেয়। এবিষয়ে অভিযুক্ত উপ পুলিশ পরিদর্শক প্রসেনজিৎ জানান, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়
চেয়ারম্যান বিষয়টি মিমাংশার জন্য বলেছেন। তার কাছে টাকা দাবী ও বের করে দেওয়ার অভিযোগ সঠিক না। বাউফল থানার (ওসি) আল মামুন জানান, “এ৳বিষয়ে আমি অবগত নেই। তবে অভিযোগকারী অভিযোগ দাখিল করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *