বাউফলে নৌ বাহিনীর অভিযানে জাল জব্দসহ আটক-১

দেশজুড়ে

অক্টোবর ১৬, ২০২২ ৪:৩৫ অপরাহ্ণ

মো.দুলাল হোসেন(নিজস্ব প্রতিবেদক):

পটুয়াখালী বাউফলে মা ইলিশ সংরক্ষণ কল্পে তেঁতুলিয়া নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান‍্য করে মা ইলিশ শিকারের দায়ে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞার ১২ তম দিনে ১০ হাজার মিটার কারেন্ট জাল, ৩০ কেজি মা ইলিশ জব্দ ও ১জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌ বাহিনীর একটি ইউনিট। ১৬ অক্টোবর রবিবার সকালে উপজেলার তেঁতুলিয়া নদীর ধূলিয়া পয়েন্ট থেকে এইসব জব্দ করা হয়।

বাংলাদেশ নৌ বাহিনীর এলসিভিপি ০১৩ এর মাস্টার চিফ অফিসার আবুল হাসেম জব্দকৃত মাছ এতিম খানায় বিতরণ শেষে কারেন্ট জালগুলো পুড়িয়ে দেন। ওই সময় মো. জহুরুল হক সহকারী মৎস্য কর্মকর্তা (বগুড়া জেলা) তার সাথে উপস্থিত ছিলেন। নৌ বাহিনীর দেয়া তথ‍্যমতে, নৌ বাহিনীর দায়িত্বে নিয়োজিত দলটি ১০ দিনে উপজেলার ৪০ কিলোমিটার নদী থেকে ২ লক্ষ ১৮ হাজার ৫শত মিটার কারেন্ট জাল, ৫২৫ কেজি ইলিশ ও ৪ ব্যক্তিকে আটক করেছে।

বাংলাদেশ নৌ বাহিনীর এলসিভিপি ০১৩ এর মাস্টার চীফ অফিসার আবুল হাসেম শীর্ষ খবরকে জানান, “মা ইলিশ সংরক্ষণের জন‍্য আমাদের এ অভিযান অব‍্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *