বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার আলোচনা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

দেশজুড়ে

সেপ্টেম্বর ২১, ২০২২ ৮:০৪ অপরাহ্ণ

হাবিবুর রহমান সোহাগ, সাতক্ষীরা

সাতক্ষীরা মৌবন চাইনিজ রেস্তোরা বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক গঠনতন্ত্র পরিপন্থি ও নিয়ম বর্হিভুত ভাবে সাতক্ষীরা জেলা কমিটি বিলুপ্ত করায়, সাতক্ষীরা আলোচনা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ২১ সেপ্টেম্বর জেলা বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ারেন্ট অফিসার মোঃ আবু মুসা সভাপতিত্বে প্রতিবাদ আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন খুলনা জেলা কমিটি সভাপতি, অনারেবল ক্যাপ্টেন, হায়াতুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনারেবল ক্যাপ্টেন, মোহন লাল দাস, কর্পোরাল শেখ আছাফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ওয়ারেন্ট অফিসার ইউসুফ আলী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ নওরোজ ভুট্টো, ওয়ারেন্ট অফিসার মোঃ আমিনুল ইসলাম,ওয়ারেন্ট অফিসার নাহারজ্জামান মিঠু,সার্জেন আসাদুল ইসলাম , কর্পোরাল মোঃ রবিউল ইসলাম, সার্জেন্ট গোলাম মোস্তফা, কর্পোরাল আজিবুর রহমান, আরো প্রায় দেড়শতাধিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন , বক্তারা বলেন, নিয়ম-নীতির তোয়াক্কা না করে কি ভাবে একটা জেলা কমিটিকে বিলুপ্ত করা হয়, প্রধান অতিথি বলেন ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয় কমিটি সাতক্ষীরা জেলা কমিটির সাথে বসে সমন্বয় না করেন , তাহলে কেন্দ্রীয় কমিটিকে বিভাগীয় ও জেলা কমিটি অবাঞ্চিত ঘোষণা করবেন এবং তারা বিভাগ ও জেলা সমন্বয়ে নতুন কমিটির ঘোষণা করবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *