বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি পেলেন শেখ আব্দুল আহাদ

দেশজুড়ে

ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৯:৪৩ পূর্বাহ্ণ

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ

বাংলাদেশ ছাত্রলীগ নাসিরনগর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক নাসিরনগর সদর ইউপির চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল আহাদ বিগত ইউপি নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে নির্বাচনে অংশগ্রহনের কারনে দল থেকে তাকে সাময়িক বরখাস্ত করেন জেলা আওয়ামীলীগ। সম্প্রতি শেখ মোঃ আব্দুল আহাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।অবশ্যই তার বহিস্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি আগেই তাকে জানানো হয়েছিল।এবার আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

কেন্দ্রীয় আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে,শুভেচ্ছা গ্রহণ করবেন। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে,বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা তথা গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পরিপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য ইতোপূর্বে আপনাকে সংগঠন থেকে বহিষ্কার/অব্যাহতি প্রদান করা হয়।

আপনার বিরুদ্ধে আনিত সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ স্বীকার করে আপনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে সংগঠনের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থি কোনো কার্যকলাপে সম্পৃক্ত হবেন না মর্মে লিখিত অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এমতাবস্থায়, গত ১৭ ডিসেম্বর গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের গঠনতন্ত্রের ১৭(৬) এবং ৪৭(২) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট সাধারণ ক্ষমা প্রার্থনা করে আপনার প্রেরিত লিখিত আবেদন পর্যালোচনা এবং ভবিষ্যতে সংগঠনের স্বার্থপরিপন্থি কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে আপনার প্রতি ক্ষমা প্রদর্শন করা হলো।

জানতে চাইলে শেখ মোঃ আব্দুল আহাদ বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দকেও ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, আমি যেন নাসিরনগরবাসীর স্বপ্নপূরণে অতীতের মতো ভবিষ্যতেও কাজ করে যেতে পারি সেজন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *