বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকান্ডে নাসিরনগরেন ব্যবসায়ী মোখলেছের দোকানঘর পুড়ে ভস্মিভুত

দেশজুড়ে

এপ্রিল ৫, ২০২৩ ১২:৩১ অপরাহ্ণ

মোঃ আব্দুল হান্নানঃ-ব্রাহ্মণবাড়িয়াঃ

রাজধানী ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৪ এপ্রিল ২০২৩ রোজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ে।

এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের সংখ্যা জানা যায়নি।অগ্নিকান্ডে কোনো মার্কেটের টিনশেড দোতলা মার্কেট পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানকার ধ্বংসস্তূপ থেকে এখনও দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা।

বঙ্গবাজারের চারপাশে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিটের পাশাপাশি আগুন নিয়ন্ত্রন ও উদ্ধারে কাজ করছে সেনা, নৌ, বিমান ও বিজিবিও ফায়ার ইউনিট। ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের তথ্য অনুযায়ী, বঙ্গবাজারে বিভিন্ন কাপড়ের গোডাউন-সহ তিন হাজারের বেশি দোকান রয়েছে। প্রায় সবগুলো দোকানই পুড়ে ছাঁই হয়ে গিয়েছে বলে আশঙ্কা করছে তারা।
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার কুলিকুন্ডা গ্রামের বঙ্গবাজারের কাপড় ব্যাবসায়ী মোঃ মোখলেছুর রহমান ভূইঁয়ার দোকানঘর পুড়ে গেছে।
মোখলেছুর রহমান ভূইয়া বলেন,আমি একজন বঙ্গাবাজারের ব্যবসায়ী হিসেবে অগ্নিকান্ডে যে ক্ষতি দেখেছি মার্কেটে, তা পূরণ হওয়ার নয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *