ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশজুড়ে

এপ্রিল ১৭, ২০২২ ১০:৪৫ অপরাহ্ণ

আবুল মনসুর আহমেদ

ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল আজ রাজধানীর সেগুনবাগিচার বাগিচা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি তানভীর আলাদিনের (কাজি গোলাম আলাউদ্দিন) সভাপতিত্বে ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইউজিসির সাবেক চেয়ারম্যান ডক্টর এ কে আজাদ চৌধুরী। উদ্বোধনী বক্তৃতা করেন- জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ।

বিশেষ অতিথি ছিলেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, অপর অংশের সভাপতি কাদের গণি চৌধুরী, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ূন, তিতাস গ্যাসের পরিচালক সাইফুদ্দিন নাসির, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুর রহমান, বাসসের প্রধান বার্তা সম্পাদক রুহুল গণি সরকার জ্যোতি, বাসসের প্রধান প্রতিবেদক তারেক আল নাসের, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজি রফিক ও চট্টগ্রাম বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি শাহিনুল ইসলাম চৌধুরী।

ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা’র সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ভূঁইয়ার সঞ্চালনায় আরো বক্তৃতা করেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন, অপর অংশের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় সাংবাদিক ফোরামের মহাসচিব আইয়ূব ভূঁইয়া, মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক ফোরাম ও ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের, লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি জাকির হোসেন লিটন, রাজনৈতিক ব্যাক্তিত্ব রিন্টু আনোয়ার, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, খোন্দকার তারেক রায়হান প্রমুখ।

অনুষ্ঠানে ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা’র সাবেক সভাপতি সোহেল হায়দার চৌধুরী ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধণা দেয়া হয়। এ সময় প্রধান অতিথি ডক্টর এ কে আজাদ চৌধুরী সংগঠনের পক্ষ থেকে সোহেল হায়দার চৌধুরীর হাতে অভিনন্দন ক্রেস্ট তুলে দেন।

এরপরে সদ্য প্রয়াত সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সহ-সভাপতি জিল্লুর রহীম আজাদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক জাওহার ইকবাল খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *