ফিলিস্তিনের পক্ষে রয়েছে যে ৫ পরমাণু শক্তিধর দেশ

আন্তর্জাতিক

অক্টোবর ১৫, ২০২৩ ৮:৫২ অপরাহ্ণ

 

ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপনসের তালিকা অনুযায়ী রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান, ভারত, ইসরায়েল ও নর্থ কোরিয়া,এই ৯টি দেশের কাছে নিউক্লিয়ার ওয়েপনসে রয়েছে।

সম্প্রতি ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত যুদ্ধে রূপ নেওয়ার পর ৫টি পরমাণু অস্ত্রসম্পন্ন দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে। এ দেশগুলো হলো- রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া।

এর মধ্যে রাশিয়ার কাছে পারমাণবিক অস্ত্র আছে ৫৯৯৭টি। আর যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে ৫,৪২৮টি পারমাণবিক অস্ত্র। আইসিএএনডব্লিউর তথ্য অনুযায়ী,এই দুই দেশের কাছে পৃথিবীর ৯০ শতাংশ পারমাণবিক অস্ত্র রয়েছে।

আইসিএএনডব্লিউ জানায়, একটি নিউক্লিয়ার ওয়ারহেড দিয়ে লাখ লাখ মানুষকে হত্যা করা সম্ভব। এর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রতিক্রিয়াও রয়েছে। যদি নিউইয়র্ক শহরে একটি নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটে তাহলে ৫ লাখ ৮৩ হাজার ১৬০ জন মানুষের প্রাণহানি ঘটতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বিশ্বের অন্যতম পরমাণু শক্তিধর দেশ হামাসের হামলার পরপরই ফিলিস্তিনের পক্ষে তাদের অবস্থান ঘোষণা করে। হামলার মাত্র দুই দিনের মাথায় সোমবার (৯ অক্টোবর) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হামাস-ইসরায়েল সংঘাতে উদ্বেগ প্রকাশ করে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে মত দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *