ফাইনালিসিমা জয়ের পরই বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

খেলা

জুন ৩, ২০২২ ১:২০ অপরাহ্ণ

ফাইনালিসিমা তথা দুই মহাদেশের দুই চ্যাম্পিয়নের লড়াইয়ে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এরপরই বড় ধরনের দুঃসংবাদ পেয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ফাইনালসিমার শিরোপা উঁচিয়ে ধরার দিনে হাঁটুতে চোট পেয়েছেন আর্জেন্টিনার মূল গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। যার ফলে পরবর্তী ম্যাচে এই গোলরক্ষককে পাবে না লিওনেল মেসির দল। অ্যাস্টন ভিলার এই তারকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ৬ জুন প্রীতি ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

আসন্ন ম্যাচে বাইরে বসে থাকলেও মার্টিনেজের চোট তেমন গুরুতর নয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে যদি বলতে বলেন, তাহলে আমি ভালো আছি। মানুষ বলাবলি করছে, আমি হয়তো বিশ্বকাপ খেলতে পারব না, কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে। আসলে এসব কিছু নয়। আসল কথা হল, আমি হয়তো একটা ম্যাচ মিস করব।’

তিনি আরো বলেন, ‘আমি যে চোট পেয়েছি তাতে সার্জারির দরকার হবে না। এই চোট আমার পিতৃসূত্রে পাওয়া। এটা ১৭ বছর বয়স থেকেই শুরু হয়েছে। যা গত দুই তিন বছরে একটু বেড়েছে। আশা করি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলতে পারলে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *