প্রস্রাব কাণ্ডে এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা, পাইলটের লাইসেন্স বাতিল

প্রস্রাব কাণ্ডে এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা, পাইলটের লাইসেন্স বাতিল

আন্তর্জাতিক

জানুয়ারি ২১, ২০২৩ ১০:২৭ পূর্বাহ্ণ

নিউইয়র্ক-দিল্লি ফ্লাইটে এক নারী যাত্রীর গায়ে মাতাল অবস্থায় অন্য এক যাত্রী প্রস্রাব করায় এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এছাড়া এ ঘটনায় বিমানের পাইলটকে তিন মাসের জন্য বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) ভারতের সিভিল এভিয়েশন এ তথ্য জানিয়েছে। ওই ঘটনার জন্য বিমান কর্তৃপক্ষ ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে।

গত বছরের ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার ওই বিমানে শঙ্কর মিশ্র নামের এক যাত্রী নারী যাত্রীর গায়ে মাতাল অবস্থায় মলমূত্র ত্যাগ করে। এ ঘটনার পর তাকে চার মাসের বিমান যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এ ঘটনার পর এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানায়, আমরা আমাদের যাত্রী সেবায় সব সময় সচেতন। তবে কেউ নীতি ভঙ্গ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিমান এমন ঘটনা ঘটার পর গত ৪ জানুয়ারি সিভিল এভিয়েশনের পরিচালকের কাছে বিচার চেয়ে আবেদন করা হয়।

গত ২৭ নভেম্বর শঙ্কর মিশ্র ওই ফ্লাইটে করে ভারতে পৌঁছায়। এরপরই ওই নারী ঘটনার বিচার চেয়ে বিমানটির চেয়ারম্যানের কাছে চিঠি লিখেন।

এয়ার ইন্ডিয়া গত ৪ জানুয়ারি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করে। এতে বলা হয় দুই পক্ষ মিমাংশিত হয়ে গেছে। তবে এ ঘটনার ছয় সপ্তাহ পর অভিযুক্তকে দিল্লি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *