প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল

প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল

জাতীয় স্লাইড

মার্চ ১০, ২০২৩ ৯:৫৯ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ যাচ্ছেন কাল শনিবার। পাঁচ বছর পর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। ময়মনসিংহ বিভাগ ও সিটি করপোরেশনসহ নানা উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে ময়মনসিংহ সেজেছে নবরূপে।

তাকে স্বাগত জানাতে নগরীর প্রতিটি সড়ক ও মহাসড়কে তোরণ নির্মাণ করা হয়েছে। সবখানে শোভা পাচ্ছে ফেস্টুন, বিলবোর্ডে, পোস্টার-ব্যানার। বর্ণিল আলোকসজ্জা ও রংতুলির আঁচড়ে সজ্জিত হয়েছে নগরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ২ নভেম্বর সর্বশেষ ময়মনসিংহে এসেছিলেন এবং সার্কিট হাউজ মাঠে জনসভায় ভাষণ দিয়েছিলেন। এবারের সফরেও ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। আওয়ামী লীগ নেতাদের দাবি-সমাবেশে ১০ লাখ মানুষ উপস্থিত হবে।

নেতাকর্মীরা বলছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ সফরে দলের তৃণমূলের নেতাকর্মীরা আরও উজ্জীবিত হবে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ইতোমধ্যে একাধিক প্রস্তুতি সভা করেছে কেন্দ্রীয়, জেলা, মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলোর নেতারা। পাশাপাশি প্রচার-প্রচারণাও চালাচ্ছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম বলেন, সমাবেশের মঞ্চ তৈরি হচ্ছে নৌকার আদলে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জনতার ঢল নামবে এবং ওইদিন উৎসবের নগরীতে পরিণত হবে।

বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরে সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু জানান, বিভাগ ঘোষণার পাশাপাশি ব্যাপক অবকাঠামোগত উন্নয়নে ময়মনসিংহকে বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই কৃতজ্ঞতা থেকেই সভানেত্রীকে স্বাগত জানাতে আমরা সর্বোচ্চটুকু করছি। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত বলেন, কিছু চাওয়ার আগেই ময়মনসিংহের অনেক উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানাতে ময়মনসিংহবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষ্যে ময়মনসিংহ থেকে আট রুটে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কামাল আখতার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বলা হয়েছে, গফরগাঁও-ময়মনসিংহ, নান্দাইল-ময়মনসিংহ, দেওয়ানগঞ্জ বাজার-জামালপুর ময়মনসিংহ, নেত্রকোনা-ময়মনসিংহ, গৌরীপুর-ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ-ময়মনসিংহ, জারিয়া-ঝানঞ্জাইল-ময়মনসিংহ রুটে আটটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনগুলো সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে সব স্টেশন থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসবে।

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ওই আটটি বিশেষ ট্রেন শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত গফরগাঁও ও গৌরীপুর থেকে দুবারসহ মোট দশবার যাত্রী নিয়ে ময়মনসিংহে যাবে। বিকাল সাড়ে পাঁচটার পর থেকে আবার যাত্রী নিয়ে ফিরে আসবে। বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এর মধ্যে গফরগাঁও স্পেশাল ও গৌরীপুর স্পেশাল দুবার যাত্রী নিয়ে যাবে, দুবার যাত্রী ফেরত আনবে।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে গফরগাঁওয়ের আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক, শুভার্থী ও ভোটাররা দুটি স্পেশাল ট্রেন ছাড়াও ময়মনসিংহগামী বলাকা কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, আন্তঃনগর তিস্তা, মহুয়া এক্সপ্রেস, আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে ময়মনসিংহে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দুটি স্পেশালসহ ৭টি ট্রেন বোঝাই হয়ে অর্ধলক্ষাধিক লোকের যোগদান করিয়ে মাঠ ভরাতে এক মাস ধরেই প্রস্তুতি নিয়েছে গফরগাঁও উপজেলা আওয়ামী লীগ।

এদিকে ২০১৫ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহ বিভাগ ঘোষণার পর ২০১৮ সালের ২ নভেম্বর সার্কিট হাউজের জনসভায় ১০৩টি প্রকল্পের উদ্বোধন ও ৯৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের সফরেও বেশ কিছু উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী শনিবার ময়মনসিংহের জনসভায় এসে মোহনগঞ্জের পাঁচ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রকল্পের মধ্যে রয়েছে-মোহনগঞ্জ ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১শ শয্যায় উন্নীতকরণ, মোহনগঞ্জ পৌরশহরে শিশুপার্ক, উপজেলার বাহাম গ্রামে রবীন্দ্র সংগীতজ্ঞ শৈলজারঞ্জন মজুমদার সাংস্কৃতিক কেন্দ্র, উপজেলার জৈনপুরে হাওরের বাউল সম্রাট উকিল মুন্সি স্মৃতিকেন্দ্র এবং উপজেলা পরিষদসংলগ্ন অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। মোহনগঞ্জের কৃতীসন্তান প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের প্রচেষ্টায় গৃহীত এসব প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে মোহনগঞ্জবাসীর স্বপ্নপূরণের এক অনন্য ইতিহাস রচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *