কেন বিসিবির সম্মাননা নিলেন না সাকিব?

মাঠকর্মীদের লাখ টাকা পুরস্কার দিলেন সাকিব

খেলা স্পেশাল

মার্চ ১০, ২০২৩ ১০:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার ইংল্যান্ডকে ১৫৬ রানে আটকে রেখে ২ ওভার আগেই ম্যাচ শেষ করে দেয় বাংলাদেশ। এই ম্যাচের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সাকিবের। বোলিংয়ে ২৬ রানে ১ উইকেট পাওয়ার পর ২৪ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। এই অবদানে মোস্ট ভেল্যুয়েবল খেলোয়াড়ের পুরস্কার পান সাকিব।

জহুর আহমেদ চৌধুরীর ২২ গজে বাংলাদেশের এমন জয়ে খুশি সাকিব আল হাসান। তাই ঢাকা ফেরার আগে স্টেডিয়ামের মাঠকর্মীদেরও খুশি করে এলেন টি২০ অধিনায়ক। দুই ম্যাচে তিনটি পুরস্কারে সমান এক লাখ টাকা করে তিন লাখ টাকা অর্থ পুরস্কার জুটে সাকিবের। এরমধ্যে এক লাখ টাকার পুরস্কার তিনি দিয়ে দিলেন মাঠকর্মীদের। সেই সঙ্গে এমন পিচ তৈরির জন্য কিউরেটরকেও সাধুবাদ জানিয়েছেন।

বাংলাদেশের ক্রিকেটারদের খেলায় জিতে মাঠকর্মীদের পুরস্কৃত করার ঘটনা নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে এমন কিছু করতে দেখা গেছে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *