পুতিনের সঙ্গে 'অস্ত্র আলোচনার জন্য রাশিয়া যাচ্ছেন' কিম

পুতিনের সঙ্গে ‘অস্ত্র আলোচনার জন্য রাশিয়া যাচ্ছেন’ কিম

আন্তর্জাতিক

সেপ্টেম্বর ৫, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ণ

চলতি মাসেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে রাশিয়া সফরে যাবেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। অস্ত্র সরবরাহ ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করবেন কিম।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বিবিসির মার্কিন পার্টনার সিবিএস নিউজকে এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, পিয়ংইয়ং থেকে অস্ত্রে সজ্জিত ট্রেনে রুশ শহর ভ্লাদিভোস্টকে যেতে পারেন কিম। তবে বৈঠকের সম্ভাব্য স্থান নিশ্চিত করা হয়নি। এ বিষয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি রাশিয়া বা উত্তর কোরিয়া।

গত জুলাইয়ে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সাথে সাক্ষাৎ হয় কিমের। কোরিয় যুদ্ধ অবসানের ৭০তম বার্ষিকী উদযাপনে অনুষ্ঠিত বিশাল সামরিক প্যারেড পরিদর্শন করেন শোইগু। এর আগে, রাশিয়া-উত্তর কোরিয়ার অস্ত্র সংক্রান্ত আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছিল হোয়াইট হাউস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *