পাখির একটি পালকের দাম স্বর্ণের চেয়েও বেশি!

পাখির একটি পালকের দাম স্বর্ণের চেয়েও বেশি!

চিত্র-বিচিত্র স্পেশাল

মে ২৬, ২০২৪ ৬:৩৭ পূর্বাহ্ণ

পাখির একটি পালকের দাম ৩৩ লাখ টাকা! শুনতে অবাক লাগলেও এটি সত্যি। নিউজিল্যান্ডের বিলুপ্ত হুইয়া পাখির একটি পালক ৪৬ হাজার ৫২১ নিউজিল্যান্ড ডলারে (২৮ হাজার ৩৬৫ মার্কিন ডলারে) বিক্রি হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ ২৫ হাজার টাকা।

নিউজিল্যান্ডের মাওরি সম্প্রদায়ের কাছে হুইয়া পাখি অত্যন্ত পবিত্র। গত সোমবার হুইয়া পাখির ওই পালকটি বিক্রি হয়।

সোমবার বিক্রি হওয়া পালকটি নিয়ে ওয়েবস অকশন হাউজের ডেকোরেটিভ আর্টস বিভাগের প্রধান লিয়াহ মরিস জানিয়েছেন, ‘পালকটি ইউভি সুরক্ষিত কাঁচের বক্সের ভেতর রাখা। তাই সেটি দীর্ঘ সময় ধরে ভালো থাকবে।’

অতীতে নিউজিল্যান্ডে যখন ইউরোপীয়রা আসতে শুরু করে তখনই হুইয়া পাখি বিরল ছিল। সেই সময় নিউজিল্যান্ডে আসা ব্যক্তিদের কাছ এই পাখি ও তাদের পালক দারুণ আকাঙ্ক্ষিত বস্তু হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *