পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচ আজ

পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচ আজ

খেলা

অক্টোবর ২৩, ২০২৩ ১০:৫২ পূর্বাহ্ণ

জোড়া জয়ে বিশ্বকাপ শুরু করা পাকিস্তান টানা দুই ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়ার কাছে হেরে বেকায়দায়। সুযোগটা নিতে চায় প্রথম চার ম্যাচের তিনটিতে হেরে যাওয়া আফগানিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে তাদের একমাত্র জয়ের ম্যাচে আট উইকেট নিয়েছিলেন তিন স্পিনার রশিদ খান, মুজিব উর রেহমান ও মোহাম্মদ নবী। স্পিন-স্বর্গ হিসাবে পরিচিত চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আজ স্পিন দিয়েই পাকিস্তানকে ঘায়েল করার স্বপ্ন দেখছে আফগানরা। রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তান-আফগানিস্তান দ্বৈরথ মাঠ ও মাঠের বাইরে বাড়তি উত্তাপ ছড়ায়। ২০১৯ বিশ্বকাপে লিডসে আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তান তিন উইকেটে জেতার পর স্টেডিয়ামের বাইরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন দুদলের সমর্থকরা। আফগানিস্তানের ইংলিশ কোচ জোনাথন ট্রটের প্রত্যাশা, এবার রোমাঞ্চকর লড়াইয়ের ঝাঁজ মাঠের সীমানা ছাড়াবে না।

আফগানিস্তানের পর শুক্রবার চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। দুটি ম্যাচই জিততে চান ইমাম। চেন্নাই জয়ের অভিযানে আফগান স্পিনারদের নিয়ে আতঙ্কিত নন তিনি, ‘হারলে সব সময়ই আত্মবিশ্বাস নড়ে যায়। আগামীকাল (আজ) থেকে নতুন কিছু দেখবেন আপনারা। ছয় ম্যাচে চারটি জয় নিয়ে কলকাতায় যেতে চাই আমরা। জানি, এখানে স্পিনারদের জন্য বাড়তি কিছু থাকে। আফগানিস্তানের স্পিন আক্রমণ শক্তিশালী। কিন্তু সম্প্রতি শ্রীলংকায় একই কন্ডিশনে আমরা তাদের ৩-০ ব্যবধানে হারিয়েছি। এবারও আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। যেকোনো চ্যালেঞ্জের জন্য আমরা প্রস্তুত।’

জয়ের স্বপ্ন দেখছেন ট্রটও। তবে পাকিস্তানকে হারাতে শুধু স্পিনের মন্ত্র জপতে নারাজ আফগানিস্তানের ইংলিশ কোচ, ‘ম্যাচ জিততে সব সময়ই লাগে সম্মিলিত চেষ্টা। এটা শুধু স্পিনারদের কাজ নয়। ব্যাটারদেরও বড় অবদান রাখতে হয়।

চেন্নাইয়ের উইকেট বেশ ভালো। কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা শুধু স্পিনারদের খেলা নয়।

জিততে হলে দল হিসাবে খেলতে হবে।

পাকিস্তানের বিপক্ষে আগে কী হয়েছে, তা কারও মাথায় নেই। আমি মনে করি পরস্পরকে সম্মান করা দুদলই জয়ের জন্য মরিয়া।’

ওয়ানডেতে মুখোমুখি দুদল

ম্যাচ পাকিস্তান জয়ী আফগানিস্তান জয়ী

৭ ৭ ০

বিশ্বকাপে

১ ১ ০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *