কুমারী পূজায় ভক্তদের ঢল, আজ মহানবমী

কুমারী পূজায় ভক্তদের ঢল, আজ মহানবমী

জাতীয়

অক্টোবর ২৩, ২০২৩ ১০:৫৫ পূর্বাহ্ণ

ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবী দুর্গার আরাধনা করলেন হিন্দু ধর্মাবলম্বীরা। রোববার সকাল থেকেই ঢাকার গোপীবাগে রামকৃষ্ণ মিশন ও মঠে হাজার হাজার পুণ্যার্থী ভিড় করতে থাকেন। ঢাকের বাদ্য, কাঁসরঘণ্টা, শঙ্খের আওয়াজ আর উলুধ্বনিতে মুখরিত হয় পুরো প্রাঙ্গণ। এছাড়া সকাল থেকেই দেবী দুর্গার আরাধনায় মণ্ডপে মণ্ডপে চলে পূজা আর চণ্ডীপাঠ। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামকৃষ্ণ মিশনে পূজামণ্ডপ পরিদর্শন করেন। সকাল ৬টা ১০ মিনিটে মহাঅষ্টমী পূজা শুরু হয়। সকাল ১০টা ৩০ মিনিটে হয় পুষ্পাঞ্জলি। বেলা ১১টায় শুরু হয় কুমারী পূজা। পূজা শেষে রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ বলেন, এ বছর কুমারী মা হয়েছেন শতাক্ষী গোস্বামী। তার বাবার নাম শ্যামল গোস্বামী, মা রীতা গোস্বামী। রাজধানীর নবেল স্কুল অ্যান্ড কলেজে প্লে গ্রুপের শিক্ষার্থী শতাক্ষী গোস্বামী। তার জন্ম ২০১৮ সালে।

আজ সোমবার মহানবমীর সকালেও বিহিত পূজা হবে এবং সন্ধ্যায় হবে সন্ধিপূজা। পরে মঙ্গলবার সকালে দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *