পবিত্র জিলকদ মাস শুরুর তারিখ জানা যাবে আজ

পবিত্র জিলকদ মাস শুরুর তারিখ জানা যাবে আজ

জাতীয় স্লাইড

মে ২০, ২০২৩ ১২:০৪ অপরাহ্ণ

আরবি হিজরি সনের ১১তম মাস পবিত্র জিলকদ শুরু কবে; তা নির্ণয়ে শনিবার (২০ মে) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা পৌনে ৭টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা হবে।

ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এতে সভাপতিত্ব করবেন।

এর আগে শুক্রবার (১৯ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানকে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে জানাতে অনুরোধ করা হয়।

উল্লেখ্য, জিলকদ মাসের পরই আরবিতে ১২ মাসের শেষ মাস জিলহজ মাস। জিলহজ মাসে মুসলমানেরা মক্কায় হজ করতে যান। এ মাসের ৮-১০ তারিখে হজ অনুষ্ঠিত হয়। জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। এই ঈদে কোরবানি দেন মুসলমানেরা। চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *