পদত্যাগে নারাজ বিএনপির এমপিরা

পদত্যাগে নারাজ বিএনপির এমপিরা

রাজনীতি স্লাইড

নভেম্বর ১৪, ২০২২ ৮:৩৮ পূর্বাহ্ণ

বিএনপির যেসব এমপি সংসদে আছেন তারা যেকোনো সময় পদত্যাগ করবেন- এমনই ঘোষণা দেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুটি মহাসমাবেশে বলেছিলেন, এমপিদের পদত্যাগ এখন সময়ের ব্যাপার। তবে পদত্যাগ করতে নারাজ বিএনপির ঐ এমপিরা। এমন প্রেক্ষাপটে বিপাকে পড়েছে দলটি।

সম্প্রতি দলীয় এমপিদের সঙ্গে বিএনপির নীতি-নির্ধারকদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও যোগ দিয়েছিলেন। এমপিরা কবে পদত্যাগ করবেন- সে বিষয় নিয়ে আলোচনা হলে হারুনুর রশীদ ও রুমিন ফারহানাসহ অধিকাংশ এমপি পদত্যাগের পক্ষে নন বলে মতামত দেন। তাদের প্রশ্ন- এখন আমরা পদত্যাগ করে কী করবো? কী অর্জন করতে পারবো?

তবে বিএনপি নেতারা মনে করছেন, দলীয় ৭ জন এমপি সংসদে থেকে নানা সুযোগ-সুবিধা নিচ্ছেন। কেউ কেউ গোপনে বিভিন্ন কাজ বাগিয়ে নিচ্ছেন। এসব সুযোগ-সুবিধা ত্যাগ করতে রাজি নন তারা। এ কারণেই পদত্যাগ করতে চাচ্ছেন না।

রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, বিএনপি প্রতিনিয়ত বলে যাচ্ছে বর্তমান সরকারের অধীনে নির্বাচন করবে না। সংসদকেও তারা অবৈধ বলছে। অথচ সংসদে থেকেই বিএনপির এমপিরা নানা সুযোগ-সুবিধা নিচ্ছেন। এতে বিএনপির রাজনীতির বিশ্বাসযোগ্যতা নিয়েও মানুষের মনে প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *