নিলামে সু চির ৯০ মিলিয়ন ডলারের বাড়ি, মিললো না ক্রেতা

নিলামে সু চির ৯০ মিলিয়ন ডলারের বাড়ি, মিললো না ক্রেতা

আন্তর্জাতিক

মার্চ ২১, ২০২৪ ১০:২৬ পূর্বাহ্ণ

কারাগারে বন্দী মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির বাড়ি নিলামে তোলা হয়েছে। বুধবার নিলামে তোলা তার বাড়ির প্রাথমিক দাম নির্ধারণ করা হয়েছে ৯ কোটি ডলার। তবে বাড়িটি কিনতে আসেননি কেউ।

বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে প্রতিবেদন থেকে জানা গেছে, সু চির বাড়িটি ইয়াঙ্গুনের ইনয়ে হ্রদের পাশে অবস্থিত। এর আয়তন প্রায় ১ দশমিক ৯২ একর। বাড়িটির মালিকানা নিয়ে বড় ভাই অং সান ও-এর সঙ্গে সু চির বিরোধ রয়েরেছে। সেটি নিয়ে চলছে আইনি লড়াই।

২০০০ সালে বাড়ির ভাগ চেয়ে মামলা করেন অং সান ও। ২০১৬ সালে মামলার রায় হয়। আদালত পুরো সম্পত্তি ভাই-বোনদের মধ্যে সমান ভাগ করার নির্দেশ দেন। কিন্তু সেই রায়ের আপিল করেন অং সান ও। আইনি লড়াইয়ের পর বাড়িটি নিলামে তোলার নির্দেশ দেন মিয়ানমারের সুপ্রিম কোর্ট।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে অং সান সু চিকে গ্রেফতার করে সামরিক বাহিনী। পাশাপাশি দেশটির অনেক রাজনীতিককে বন্দি করা হয়। ১৯টি ফৌজদারি মামলায় ২৭ বছরের সাজা দেওয়া হয় সুচির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *