নির্বাচনে সহিংসতার কোনো স্থান নেই: মার্কিন পররাষ্ট্র দফতর

জাতীয় স্লাইড

জুলাই ১৮, ২০২৩ ১:৫৮ অপরাহ্ণ

গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশের উপ-নির্বাচনে রাজনৈতিক সংঘাতের বিষয়ে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। সে সঙ্গে যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় বলে আবারো উল্লেখ করেন তিনি।

স্থানীয় সময় সোমবার (১৭ জুলাই) ওয়াশিংটনের হোয়াইট হাউসে পররাষ্ট্র দফতরে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার বিষয়টি উঠে আসে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারী ম্যাথিউ মিলারকে এ নিয়ে প্রশ্ন করেন। এছাড়া, বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

জবাবে মিলার বলেন, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। বাংলাদেশ সরকার একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে বলেই আশাবাদ ব্যক্ত করেন তিনি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান মিলার।

এদিন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে জ্যাকসন হাইটসে হেনস্তা করার ঘটনায় অভিযুক্তের গ্রামের বাড়িতে হামলা নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য জানতে চান ফজল আনসারী। জবাবে একই উত্তর দেন মিলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *