নিখোঁজ না খুন তা নিয়ে চলছে নানা আলোচনা

দেশজুড়ে

মার্চ ১, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ

মোঃ আব্দুল হান্নান

নিখোঁজের ২৪ ঘন্টা অতিবাহিত হলেও খোজঁ মেলেনি রনি ওরুফে ছোটনের। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের দাঁতমন্ডলে। ঘটনার বিবরণে জানা গেছে ২৮ ফেব্রুয়ারী ২০২৩ রোজ মঙ্গলবার বিকেল প্রায় ৩ ঘটিকার সময় সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের আব্দুল হাই ভূইয়ার ১ম শ্রেণীতে পড়ুয়া ছেলে রনি ওরুফে ছোটনকে তার হাতে থাকা একটি এন্ডোয়েড মোবাইল ফোনসহ প্রতিবেশি শাহ আলম এর ছেলে রিফাত ফুসলিয়ে পার্শ্ববর্তী দাঁতমন্ডল গ্রামের ওরসে নিয়ে যায়। সন্ধ্যা আনুমানিক ৫ ঘটিকার সময় রনির বোন রনির হাতে থাকা মোবাইল নাম্বারে ফোন করলে রিফাত ফোনটি রিসিভ করে। পরে রনির বোনের কন্ঠ জানতে পেরে ফোনটি বন্ধ করে দেয়। এখনও ফোনটি বন্ধ এবং রনি নিখোঁজ রয়েছে। ওই ঘটনায় রনির মা সুলেমা বেগম বাদী হয়ে নাসিরনগর থানা সাধারণ ডাইরী নং- ৩৩ দায়ের করেছে। রিফাতের কাছে জানতে চাইলে সে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথাবার্তা বলছে। সরজমিন রনির বাড়িতে গিয়ে দেখা গেছে তার মা, বোন, কালাম্মা সহ বাড়ির লোকজনের কান্নায় আকাশ ভারী হয়ে উঠছে। স্থানিয় ইউপি সদস্য মোঃ মোখলেছুর রহমান ভূইয়া জানান গত রাত থেকে রিফাত একেক সময় একেক রকমের কথা বলছে। রনির বিষয়টি আসলেই নিখোঁজ না খুন তা নিয়ে চলছে না আলোচনা সমালোচনা। রিফাতদের বাড়িতে গিয়ে দেখা গেছে তার মা বাবা গতকাল সন্ধার পর থেকেই ঘর তালা দিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। রিফাতের চাচির কাছে রিফাতের মা বাবা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন গতকাল থেকেই তারা ঘর তালা দিয়ে পালিয়ে গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *